সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে ওবামা ভাগ করে নেন ২০২৪ সালে দেখা তার সেরা কিছু ছবির নাম। আর সেখানেই উল্লেখ রয়েছে পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইফ’।
ওবামার পছন্দের তালিকায় একেবারে প্রথম নামটিই পায়েল কাপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইফ’। এরপরে রয়েছে ‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’, ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ’, ‘ডিউন: পার্ট টু’, ‘ডিডি’, ‘সুগারকেন’, ‘আ কমপ্লিট আননোন’।
গত মে মাসে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবির জন্য গ্রাঁ প্রি সম্মান পান ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া।
একুশে সংবাদ//ঢা.প//র.ন
আপনার মতামত লিখুন :