আসছে বছরের শুরুতেই বড় চমক দিতে চলেছেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও হৃতিক রোশন। এক ফ্রেমে বাঁধা পড়ছেন দুজন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদনে আরও বলা হয়, আলি আব্বাস জাফরের পরিচালনায় কোনও ছবিতে নয়, বরং বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধবেন তারা। এই বিজ্ঞাপনের বাজেট নাকি টেক্কা দিতে পারে বলিউডের বড় বাজেটের ছবিকেও।
এদিকে হৃতিকের হাতে তেমন কোনও ছবি নেই। তবে সালমান খান বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘সিকান্দার’-এর শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই, কড়া নিরাপত্তার মোড়কে শুটিং সারছেন বলিউডের ভাইজান। অন্যদিকে আপাতত কোনো সিনেমা করছেন না হৃতিক।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি।
একুশে সংবাদ//ঢা.মে//র.ন
আপনার মতামত লিখুন :