আজ ২৫ ডিসেম্বর বুধবার বিপিএল মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্বটি হবে সিলেট জেলা স্টেডিয়ামে। দ্বিতীয় পর্বের প্রধান আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন নগর বাউল জেমস। তাঁর সঙ্গে থাকবেন আসিফ আকবর, মুজা, সঞ্জয় ও তোশিবা।
২৩ ডিসেম্বর ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের এবারের আসরের উদ্ধোধনী অনুষ্ঠান। যেখানে পারফরম করেছেন রাহাত ফাতেহ আলী খান।
বেলা আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের প্রবেশ গেট, খোলা থাকবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এ ছাড়া দর্শকেরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।
বিসিবিপ্রধান ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলেএর আগমনী বার্তা সর্বস্তরে ছড়িয়ে দিতে এই বর্ণাঢ্য সংগীত উৎসবের আয়োজন। মধুমতি ব্যাংকের সৌজন্যে বর্ণাঢ্য তিনটি কনসার্টের মধ্য দিয়ে বিপিএলের এবারের আসরকে আরও প্রাণবন্ত করে তুলতে বিসিবি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
একুশে সংবাদ///র.ন
আপনার মতামত লিখুন :