AB Bank
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবাগতদের সতর্কবার্তা দিলেন রবি কিষাণ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৩৯ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৪
নবাগতদের সতর্কবার্তা দিলেন রবি কিষাণ

 শুধু মেধা আর চেহারাই যথেষ্ট নয়। অধিকাংশ ক্ষেত্রেই ‘কাস্টিং কাউচ’-এর কবলে পড়তে হয় নতুন অভিনেতা-অভিনেত্রীদের। বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ নয়। তার জন্য অনেক পরিশ্রম করতে হয়।


এ থেকে বাদ যাননি ভোজপুরী অভিনেতা রবি কিষাণও। তারুণ্য ও সুন্দর চেহারা রয়েছে, সব দিক উপযুক্ত হলেও অর্থের প্রাচুর্য না থাকলে মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। অভিনয় দুনিয়ায় পা রেখেও সে রকমই উপলব্ধি করেন রবি।


অভিনেতার কথায়, ‘অল্প বয়সে আমি একাধিকবার এই ধরনের আক্রমণের মুখোমুখি হয়েছি। ছিমছাম চেহারা, লম্বা চুল তখন আমার। তার উপর আমি কানে ছোট্ট দুল পরতাম।’


নিজের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে নবাগতদের সতর্কবার্তা দিলেন অভিনেতা। রবি বলেন, ‘সকলের উদ্দেশে আমার একটাই পরামর্শ, সহজ পথে কখনও সাফল্য পাওয়া যায় না। আমি অনেককে এই রাস্তা অবলম্বন করতে দেখেছি। কিন্তু তার পরেই তাদের আক্ষেপ করতে হয়েছে সেই সিদ্ধান্তের জন্য।’


তিনি আরও জানান, তাদের মধ্যে অনেকেই মাদকাসক্ত হয়ে পড়েন অথবা আত্মহননের পথ বেছে নেন। তার কথায়, ‘কেউ এভাবে তারকা হতে পারেনি। ধৈর্য রাখতে হবে, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে।’

 

একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!