AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ বছর পর আবারও বলিউডে প্রিয়াঙ্কা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:১৮ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৪
৬ বছর পর আবারও বলিউডে প্রিয়াঙ্কা

একসময় বলিউডে চুটিয়ে কাজ করে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। এরপর তিনি পা রাখেন হলিউড ইন্ডাস্ট্রিতে। সেখানে বিভিন্ন সিনেমা ও ড্রামা সিরিজ যেমন, কোয়ান্টিকো, বেওয়াচ, দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স এবং সম্প্রতি ‘সিটাডেল’-এর মতো কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে দীর্ঘ ছয় বছর পর আবারও বলিউডের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

Priyanka Chopra Reveals How She Connected With Nick Jonas
জানা যায়, এস এস রাজামৌলির একটি অ্যাডভেঞ্চার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী এবং তার বিপরীতে অভিনয় করবেন মহেশ বাবু। এখনো সিনেমার নাম নির্ধারিত হয়নি এবং সিনেমার গল্প লেখার কাজ শেষপর্যায়ে রয়েছে। তবে ২০২৫ সালের এপ্রিলে ছবিটির শুটিং শুরু করার আশা ব্যক্ত করেন ছবিটির নির্মাতা এস এস রাজামৌলি। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে জানা যায়, অনেকদিন ধরে সিনেমাটির পরিচালক গ্লোবাল পরিচিতি সম্পন্ন একজন নারী চরিত্র খুঁজছিলেন এবং সেখানে প্রিয়াঙ্কার মতো আর কাউকে তুলনা করা যায় না। এরপর নির্মাতা গত ছয় মাস ধরে প্রিয়াঙ্কার সঙ্গে একাধিক মিটিং করেছেন এবং এখন তারা একে অন্যর সঙ্গে কাজ করার জন্য রাজি হয়েছেন।

Cute Photos Of Priyanka Chopra - Shortfundly
রাজামৌলির এ সিনেমাটি ২০২৬ সালের শেষ পর্যন্ত শুটিং হবে এবং ২০২৭ সালে একটি বড় থিয়েট্রিকাল রিলিজ হিসেবে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলচ্চিত্রটি ভারত এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টুডিওগুলোসহ আফ্রিকার বনাঞ্চলে শুট করা হবে।

Priyanka Chopra
সবশেষ প্রিয়াঙ্কাকে বলিউডে দেখা যায় ২০১৯ সালের সোনালি বোস নির্মিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। ছবিতে তার পাশাপাশি অভিনয় করেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম, রহিত সারাফসহ আরও অনেকে।

 

একুশে সংবাদ//কা.বে//র.ন

Link copied!