আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘মেকআপ’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলি। বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেতা তারিক আনাম খানকে। সিনেমাটিতে ঢালিউডের এক তারকার অপ্রকাশিত জীবনের অন্ধকার দিক এবং তারকাখ্যাতি পেতে একজন নায়িকার সংগ্রামের গল্প পরোক্ষভাবে উপস্থাপন করা হয়েছে, সঙ্গে রয়েছে ভুলে যাওয়া অতীতের নানা দিক।
এর আগে টিজার প্রকাশের পরপরই নবাগত রিয়েলির অভিনয়ে একটি বিশেষ ছাপ তৈরি হয়েছে, যা দর্শকদের প্রশংসা অর্জন করেছে।
নিজের প্রথম সিনেমা সম্পর্কে রিয়েলি বলেন, “এটা একটি পিউর রোমান্টিক গল্প, যেখানে একটি সাধারণ মেয়ে কীভাবে সুপারস্টার হয়ে ওঠে এবং মাঝপথে নানা ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে যায়, তা দেখানো হয়েছে। তার স্টারডম ধরে রাখার জন্য যে পরিশ্রম সে করে, তা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার দুই কো-আর্টিস্ট তারিক আনাম এবং জিয়াউল রোশান অসাধারণ অভিনয় করেছেন।”
রিয়েলি আরও বলেন, “এটি আমার প্রথম সিনেমা। পরিচালক চেয়েছিলেন একটি নতুন মুখ এবং সেখান থেকেই আমাকে বাছাই করা হয়। গল্পটি শোনার পর আমি খুবই মুগ্ধ হয়েছি। আমি চাচ্ছিলাম আমার প্রথম সিনেমা যেন একটি ভালো গল্প হয় এবং সেটাই আমি পেলাম।”
পরিচালক অনন্য মামুন জানান, সিনেমাটি প্রথমে মুক্তি পেতে সমস্যা হয়েছিল ৫ আগস্টের আগে সেন্সর বোর্ডের একজন সদস্যের ব্যক্তিগত কারণে। পরবর্তীতে সিনেমাটি নিয়ে কিছু সমস্যা উঠে আসে, তবে আমরা সে অনুযায়ী চেষ্টা করেছি এবং অবশেষে সিনেমাটি মুক্তির অনুমতি পায়।
এদিকে, `মেকআপ` সিনেমার গল্পে হালের এক তারকা অভিনেতার জীবনের বাস্তবতা তুলে ধরা হয়েছে। সিনেমাটি নিয়ে কানাঘুষা চলছে যে, পরিচালকের উদ্দেশ্য ছিল শাকিব খানকে কেন্দ্র করে সিনেমার কাহিনী নির্মাণ করা, যেখানে কৌশলে তার জীবনের কিছু অজানা দিক প্রদর্শন করা হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :