১০ জানুয়ারি কিয়ারার তেলেগু সিনেমা ‘গেম চেঞ্জার’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন এস শঙ্কর। অ্যাকশন সিনেমাটিতে কিয়ারার সঙ্গে আছেন দক্ষিণি তারকা রাম চরণ। তবে ফিরেই দুঃসংবাদ পেলেন কিয়ারা। কারণ সিনেমাটি মুক্তির পরপরই অনলাইনে ফাঁস হয়ে যায়। একাধিক অবৈধ প্ল্যাটফর্মে পুরো ছবিটি দেখা যাচ্ছে। ভারতীয় একাধিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে বলিউড বক্স অফিস থেকে সিনেমাটির প্রথম দিনের আয় প্রকাশ করা হয়েছে। যেখানে প্রথম দিন ‘গেম চেঞ্জার’ ঘরে তুলেছে ২৬ কোটি রুপির বেশি।
ছবিটি নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি খরচ হয়েছে । ছবিটির জন্য রাম চরণ ৬৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘বিনয়া বিদ্যা রামা’ ছবিতে জুটি হয়েছিলেন কিয়ারা ও রাম চরণ।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :