AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বলিউড ভাজানের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:২৬ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
বলিউড ভাজানের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের আরেক পরিচয় লোকসভার সংসদ সদস্য তিনি। সংসদ সদস্য পরিচয় পাওয়ার পর প্রথম তার কোনও সিনেমা মুক্তি পেতে চলেছে। নাম ‘ইমার্জেন্সি’। সম্প্রতি সিনেমাটি নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে তার বন্ধুত্ব ও জনপ্রিয়তা নিয়ে কথা বলেন তিনি।


শুরুতে কঙ্গনা সালমানের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে বলেন, ‘সালমান খান ও আমি খুবই ভালো বন্ধু। আমরা নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে পরামর্শ শেয়ার করি। দুজনের একসঙ্গে কাজ করার অনেকবার সুযোগ হয়েছে। কিন্তু করা হয়নি। ভালো চিত্রনাট্য পেলে ভবিষ্যতে করতে পারি।

Bigg Boss 13: Kangana Ranaut and Salman Khan‍‍`s war of punchlines
এ সময় সালমানের জনপ্রিয়তা নিয়েও কথা বলেন কঙ্গনা। তার মতে ভারতে বলিউড সুলতানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এ নিয়ে তিনি বলেন, ‘সালমন খানের অসংখ্য অনুরাগী রয়েছেন। মানুষ তাকে অসম্ভব ভালোবাসে । আমি মনে করি, ভারতে তার অনুরাগীই সবচেয়ে বেশি। যারা সালমানকে ভালোবাসেন, মন দিয়েই বাসেন। আর যারা অপছন্দ করেন, তাদের কখনোই তাকে ভালো লাগবে না। কারণ তাকে যারা প্রতিযোগী মনে করেন, সালমান তাদের কাছে কাঁটা হবেনই। এর জন্যই তিনি সালমান খান।’

Kangana Ranaut, Salman Khan flirt with each other, shake a leg on ‍‍`Bigg  Boss 17‍‍` - Bold News
এদিকে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমাটি আগামী ১৭ জানুয়ারি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে এই ছবির একাধিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়।


একুশে সংবাদ//কা.বে//র.ন

Link copied!