সুন্দরের সান্নিধ্য যেমন সবাই কামনা করে তেমনি সুন্দর ব্যবহারও বাড়ায় ব্যক্তিত্ব। সেই সাথে মুগ্ধ করে সবাইকে। আর মানুষের সুন্দর ব্যবহারই আকৃষ্ট করে মিডিয়ার নতুন মুখ মডেল সামিরা ইসলাম রুনাকে।
ছোটবেলা থেকেই মিডিয়াতে কাজ করার ইচ্ছে ছিল রুনার। কিন্তু তিনি কোনো দিন ভাবেন নাই সত্যি সত্যি ইচ্ছে পূরন হয়ে যাবে। অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করছেন রুনা।
২০২৪ সালের জানুয়ারি মাসে মিডিয়াতে পা রাখেন এই মডেল ৷ শট ফিল্ম দিয়ে তার মিডিয়াতে কাজ শুরু।এরপর নাটক ফ্যাশন হাউজের কাজ, ব্র্যান্ড শুট, ব্রাইডাল শুট, TVC, OVC ভিজুয়াল শুট, টিভি প্রোগ্রামগুলোতে নিয়মিত কাজ করে যাচ্ছেন রুনা।
মিউজিক ভিডিও একটু ছোঁয়া ও মন ঘমুনাতে কাজ করেছেন সামিরা ইসলাম রুনা। মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগীতা প্রসঙ্গে সামিরা ইসলাম রুনা বলেন, আমার আম্মু সব সময়ই পাশে ছিলেন। আমাকে সাপোর্ট দিয়ে আসছেন সব সময়।
মিডিয়াতে নতুন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে রুনা বলেন, একটু সময় নিয়ে নিজেকে গ্রুমিং করতে হবে আগে ৷ ধৈর্য্য ধরতে হবে প্রচুর। নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করতে হবে। খুব সাবধানে জেনে বুঝে পা ফেলতে হবে৷ সবার আগে নিজেকে ভালোবাসতে হবে।
তার প্রিয় রঙ পিঙ্ক, নীল,লাল এগুলোতে নিজেকে সজীব লাগে বলে জানান রুনা। তার কাজগুলোর মধ্যে রয়েছে একটু ছোঁয়া ও মন ঘমুনা। বিজ্ঞাপনচিত্রে কাজের বিষয়ে কথাবার্তা চলছে বলে জানান সামিরা।
এ ছাড়াও বেশ কিছু নাটকে কাজ করেছেন। বই পড়তে পছন্দ করেন। কবিতা আবৃত্তি করেন। অবসর সময়ে তিনি গান শুনেন, মুভি দেখেন৷
মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সামিরা ইসলাম রুনা জানান, আমি অল টাইম নিজের প্রতিভা দিয়ে ভালো ভালো কাজ করতে চাই। এবং আমি আমার কাজের মাধ্যমে সব শ্রেনীর মানুষের কাছে পরিচিত হতে চাই। এমন কিছু কাজ করে যেতে চাই যাতে দর্শক আমাকে আজীবন যেন মনে রাখে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সামনের পথগুলো যেন সহজ হয় এবং সকলকে আগামী দিনে আরো ভালো কাজ উপহার দিতে পারি। দেশের মানুষের ভালবাসা ও দোয়া থাকলে আমি একজন সু-দক্ষ অভিনয়শিল্পী হয়ে আমার স্বপ্নের উচ্চতায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :