রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর বিষয়টি তনি নিজেই নিশ্চিত করেছেন।
আজ বুধবার নিজের ফেসবুকে তনি লিখেছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।
সবার কাছে দোয়া চেয়ে তনি শেষে লিখেছিলেন, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। কিন্তু শেষ রক্ষা হলো না। চিরতরে চলে গেলেন এ সোশ্যাল ইনফ্লুয়েন্সারের স্বামী।
প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী ছিলেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে যদিও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন কটাক্ষের মুখে পড়তে হতো। এ নিয়ে অবশ্য কথাও বলেছেন এ নারী উদ্যোক্তা। আবার শাহাদাৎ হোসাইন তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছে। তারপর ভালোবেসে শাহাদাতকে বিয়ে করেছিলেন তনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :