ভোর ৪ টে নাগাদ সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাড়িতে ডাকাতি। অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরির আঘাতে গুরুতর ভাবে জখম সাইফ। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয় সাইফের বাহুতে। এমন এক ঘটনা নিয়ে মুখ খুললেন সাইফ।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।”
অভিনেতার টিম এর তরফ এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে। সাইফ অনূরাগীদের অনুরোধ করছেন, এই সময়ে সকলকে ধৈর্য ধরে রাখতে। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত করছে, হাসপাতাল থেকে পরবর্তী সব আপডেট জানানো হবে।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। ঘটনার সময় কারিনাসহ তাদের দুই সন্তানও ছিল। তারা নিরাপদে আছেন। ধারণা করা হচ্ছে হামলাকারী ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিল। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করা হয়। যাতে গুরুতর জখম হন অভিনেতা। সাইফের শরীরে ছয়টি ছুরিকাঘাত রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা।
লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীরজ উত্তমণি বলেন, রাত সাড়ে তিনটার দিকে সাইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি।
বান্দ্রা ডিভিশনের ডিসিপির বলেন, এটা সত্যি। বুধবার রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্ত করছে। পুলিশ দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছে।এই ঘটনার সময় স্ত্রী করিনা বাড়িতে ছিলেন কি না সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :