সড়ক দুর্ঘটনায় মাত্র ২২ বছর বয়সে প্রাণ গেল ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আমন জয়সওয়ালের।
ভারতীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন একটি কাজের অডিশন দিতে যাচ্ছিলেন আমন। সেখানে যোগেশ্বরী সড়কে তার বাইকে সজোরে এসে ধাক্কা দেয় এক ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেতার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের গল্পকার ধীরজ মিশ্র।
‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিক জনপ্রিয়তা এনে দিয়েছিল আমনকে। মাত্র ২২-এ পেয়েছিলেন তুমুল পরিচিতি। দেখতে ছিলেন সুদর্শন, মেজাজে হাসিখুশি। ফলে অল্প সময়ে অনেকের সঙ্গে হয়েছিল বন্ধুত্ব।
মিডিয়াতে মডেল হিসেবে পথচলা শুরু করেন আমন জয়সওয়াল। পরে ধারাবিহকের মাধ্যমে দর্শকের ঘরের ছেলে হন। তরুণ অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছে তার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে।
একুশে সংবা//আ.টি//র.ন
আপনার মতামত লিখুন :