বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো ভারতজুড়ে। মুম্বাই পুলিশ ইতোমধ্যেই ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চাঞ্চল্যকর তথ্যও প্রকাশ পেয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ, যিনি বিজয় দাস নামেও পরিচিত। তার বয়স ৩০ বছর।
মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলী খানের ওপর হামলাকারী ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। ছয় মাস আগে তিনি পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর গত কয়েক মাস ধরে তিনি মুম্বাইয়ে বসবাস করছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
রোববার (১৯ জানুয়ারি) ভোরে মুম্বাই পুলিশের অভিযানে অভিনেতার বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বর্তমানে তাকে মুম্বাইয়ের খার থানায় রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এ প্রসঙ্গে ডিসিপি দীক্ষিত গেদাম জানান, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি বলে অনুমান করার প্রাথমিক প্রমাণ রয়েছে। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। কিছু নথি জব্দ করা হয়েছে যা ইঙ্গিত করে যে সে একজন বাংলাদেশি নাগরিক। অভিযুক্ত ব্যক্তিই প্রথমবার সাইফের বাসভবনে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
মুম্বাই পুলিশের প্রাথমিক ধারণা, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেন। বর্তমানে বিজয় দাস নাম ব্যবহার করছিলেন তিনি। মুম্বাই ও এর আশেপাশেই বসবাস করতেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন অভিযুক্ত সবাই।
এর আগে, ভারতের ছত্তিশগড় থেকে সন্দেহভাজন আকাশ কানোজিয়াকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া সাইফের ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশও উদ্ধার করেছে পুলিশ।
একুরেশ সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :