AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাড়ি ফিরলেন সাইফ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:১২ পিএম, ২১ জানুয়ারি, ২০২৫
বাড়ি ফিরলেন সাইফ

গত বৃহস্পতিবার ভোরে সাইফ আলি খান নাকি সিংহ বিক্রমে ঢুকেছিলেন হাসপাতালে। তখন রক্তাক্ত তিনি। পিঠে বিঁধে রয়েছে ছুরির আড়াই ইঞ্চি ফলা। পাঁচ দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ। মঙ্গলবার বিকেলে নিজের বাড়ি ঢুকলেন দ্বিগুণ বিক্রমে। পরনে সাদা শার্ট, জিন্‌স। বাঁ হাতের কব্জিতে বাধা ব্যান্ডেজ। ছোট করে ছাটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। একেবারে সোজা হেঁটে ব়াড়িতে ঢুকলেন অভিনেতা। হাসি মুখে হাত নাড়লেন ছবি শিকারিদের উদ্দেশে।

মঙ্গলবার দুপুর ২টোর পর সাইফকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যেরা। গাড়িতে চালকের পাশের আসনে বসেই বেরোন সাইফ। অভিনেতাকে ধরতে তাঁর পিছন পিছন দৌড়ন সাংবাদিকেরা। তবে গতি বাড়িয়ে বেরিয়ে যায় তার গাড়ি। হাসপাতাল থেকে সোজা নিজের বাড়িতেই ঢোকেন অভিনেতা। প্রাথমিক ভাবে বলা হয়েছিল সৎগুরু শরণ আবাসনে না গিয়ে সইফ যাবেন পাশের একটি আবাসনে। যেখানে ২০২১ সালের আগে থাকতেন তিনি। কিন্তু এ দিন তাঁর গাড়ি গিয়ে ঢোকে সৎগুরু শরণেই।

তত ক্ষণে সে বাড়ির সামনে থিক থিক করছে পুলিশ। একেবারে সোজা হেঁটে ব়াড়িতে ঢুকলেন অভিনেতা। আবাসনের মূল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা আলোকচিত্রীদের দিকে হাত নেড়ে নমস্কার জানান। বুড়ো আঙুল তুলে স্পষ্ট বুঝিয়ে দেন, তিনি একেবারে সুস্থ। সাইফকে হাসপাতাল নিয়ে যেতে এসেছিলেন স্ত্রী কারিনা কপূর ও মা শর্মিলা ঠাকুর।

হাসপাতাল থেকে বেরিয়ে কারিনা অবশ্য অন্য গাড়িতে বাড়ি ফেরেন। গাড়িতে ভিতর কারিনাকে ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। সে সময় খুবই বিরক্ত ছিলেন অভিনেত্রী।  

এর আগে চিকিৎসকেরা বলেছিলেন আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে সাইফকে। এমনকি আগামী দু’দিন শুয়ে থাকার পরামর্শই দেওয়া হয়েছিল। বাস্তবে অবশ্য দেখা যায় একেবারে চাঙ্গা অভিনেতা।

 


একুশে সংবাদ/ এস কে

 


 

 


 

 

 

Link copied!