AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্কারে মনোনয়ন ঘোষণা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:২৫ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
অস্কারে মনোনয়ন ঘোষণা

আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আমেরিকান অভিনেত্রী র‌্যাচেল সেনোট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান কমেডিয়ান বোয়েন ইয়াং মনোনীতদের নাম ঘোষণা করেন।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। এই প্রথম ইংরেজি ভাষার বাইরের কোনো সিনেমা ১৩টি মনোনয়ন পেল। ১০টি করে মনোনয়ন পেয়ে দ্বিতীয় স্থানে আছে ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকড’।


অস্কারের গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেলেন যারা—

সেরা সিনেমা

‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘কনক্লেভ’, ‘ডুন: ​​পার্ট টু’, ‘এমিলিয়া পেরেজ’, ‘আই এম স্টিল হিয়ার’, ‘নিকেল বয়েজ’, ‘দ্য সাবস্ট্যান্স’, ‘উইকড’

পরিচালক

শেন বেকার (আনোরা)
ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট)
জেমস ম্যানগোল্ড (আ কমপ্লিট আননোন)
জ্যাক অঁদিয়ার (এমিলিয়া পেরেজ)
কোরালি ফার্গেট (দ্য সাবস্ট্যান্স)
 

সেরা অভিনেতা

অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
টিমোথি শ্যালামেট (আ কমপ্লিট আননোন)
কোলম্যান ডোমিঙ্গো (সিং সিং)
রেফ ফাইঞ্জ (কনক্লেভ)
সেবাস্টিয়ান স্ট্যান (দ্য অ্যাপ্রেন্টিস)
 

সেরা অভিনেত্রী

সিনথিয়া এরিভো (উইকড)
কার্লা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেজ)
মাইকি ম্যাডিসন (আনোরা)
ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
ফার্নান্ডা টরেস (আই এম স্টিল হিয়ার)

 

আন্তর্জাতিক ফিচার ফিল্ম

আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)
দ্য গার্ল উইদ দ্য নিডল (ডেনমার্ক)
দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (জার্মানি)
ফ্লো (লাটভিয়া)

 

অ্যানিমেটেড সিনেমা

ফ্লো
ইনসাইড আউট টু
মেমোয়ার অব আ স্নেইল
ওয়ালেস অ্যান্ড গ্রোমিট
দ্য ওয়াইল্ড রোবোট
এ ছাড়া পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা, পোশাক পরিকল্পনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মৌলিক আবহসংগীত, শব্দ, অ্যাডাপ্টেড চিত্রনাট্য, মৌলিক চিত্রনাট্য, চিত্রগ্রাহক, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক গান, শিল্প নির্দেশনা এবং ভিজ্যুয়াল ইফেক্টস শাখার মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।

একুশে সংবাদ/ এস কে

 

 


 

 

 

Link copied!