AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেকআপ রুমে ভিডিও বানানো নিয়ে সতর্ক করলেন নিলয় আলমগীর


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:০৮ এএম, ৩১ জানুয়ারি, ২০২৫
মেকআপ রুমে ভিডিও বানানো নিয়ে সতর্ক করলেন নিলয় আলমগীর

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। মডেলিং ও বিজ্ঞাপন দিয়ে শুরু করলেও, পরে টিভি পর্দায় চুটিয়ে কাজ করেছেন তিনি। যে কারণে এক দশকেরও বেশি সময় ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন ইন্ডাস্ট্রিতে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেন দম ফেলার সময় নেই তার।

এদিকে, শুটিং সেটে বা বিরতিতে মেকআপ রুমে ভিডিও না করার আহ্বান জানিয়েছেন নিলয় আলমগীর। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। 

অভিনেতা বলেন, আমার সকল সম্মানিত ডিরেক্টর, ডিওপি, কো-আর্টিস্ট, মেক-আপ আর্টিস্ট, ফটোগ্রাফার, লাইট গ্রাফার, অ্যাসিস্ট‍্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন টিম, ক‍্যামেরা টিম, চ‍্যানেল কর্তৃপক্ষ এবং শ‍্যুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে, এখন থেকে শুটিং চলাকালীন বা শুটিং-এর বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস, রিলস্, শর্টস্ বা কোনো ধরনের ভিডিও করবেন না। ধন‍্যবাদ।

ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় ২০০৯ সালে চ্যাম্পিয়ন হন নিলয়। এরপর থেকেই টিভি পর্দার নিয়মিত মুখ তিনি। কাজ করেছে বিজ্ঞাপনেও। পরবর্তীতে মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন নিলয়। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ যা মুক্তি পায় ২০১৪ সালে।

এরপর থেকে বড়পর্দায় দেখা মেলেনি তার। ছোটপর্দাতেই নিয়মিত কাজ করে যাচ্ছেন। বর্তমানে টেলিভিশন নাটকের পাশাপাশি ইউটিউব নাটকেও নিলয়ের চাহিদা তুঙ্গে।

 

একুশে সংবাদ/ এস কে 

Shwapno
Link copied!