নিজেকে আকর্ষণীয় করে তুলতে ওজন কমানোর প্রক্রিয়া শুরু করেন এক টিকটক তারকা। এ প্রক্রিয়া করতে গিয়ে শরীরের ব্যাপক ক্ষতি হয় তার।যার ফলে একপর্যায়ে মৃত্যু হয় সেই তারকার। তিনি হচ্ছেন মেক্সিকান ইনফ্লুয়েন্সার ডেনিস রেয়েস।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন থেকে জানা গেছে, শরীরের ওজন কমানোর জন্য মেক্সিকোর চিয়াপাসের একটি অনুমোদনহীন ক্লিনিক থেকে লাইপোসাকশন নামের সার্জারি করেছিলেন ডেনিস রেয়েস। অস্ত্রোপচার পরবর্তী জটিলতার জন্য মৃত্যু হয় তার।
২৭ বছর বয়সী এই টিকটক তারকা গত ২৬ জানুয়ারি টাক্সটলা গুতেরেজের সান পাবলো মেডিকেল ক্লিনিকে কসমেটিক সার্জারি করিয়েছিলেন। নিয়ম অনুযায়ী প্রক্রিয়ার আগে তাকে ওষুধ দেয়া হয়। এদিকে এ তারকা তার শারীরিক অবস্থা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জানাতেন। অস্ত্রোপচারের পর সুস্থও হতে থাকেন।
এ অবস্থায় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হঠাৎই হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,ডেনিস রেয়েসের হার্ট অ্যাটাক হয়েছিল। পরে চিকিৎসকের কাছে নেয়া হলে পরিস্থিতি জটিল বলে জানায়। এরপর অন্য এক হাসপাতালে নেয়া হয়। কেননা, আগের ওই কসমেকিট ক্লিনিকে আইসিইউ ছিলো না। তারপর গত ২৯ জানুয়ারি মৃত্যু হয় তার।
এদিকে ডেনিস রেয়েসের মৃত্যুর ঘটনায় অস্ত্রোপচার করা চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে তারকার পরিবার। তাদের অভিযোগ―চিকিৎসা পদ্ধতির ত্রুটির জন্যই মৃত্যু হয়েছে তাদের মেয়ের।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :