গত সোমবার রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্ট। এ বছর নেটফ্লিক্সের আঙিনায় ছিল বলিউডের তারকাদের মেলা। নেটফ্লিক্স এ বছর আনছে রোমান্স, কমেডি, অ্যাকশন, ড্রামা, থ্রিলার, স্পোর্টসসহ আরও নানান স্বাদের ছবি ও সিরিজ। যেখানে এই অ্যানাউন্সমেন্ট পেতেই জড়ো হয়েছিলেন সবাই।
নেটফ্লিক্সের মঞ্চে বলিউড বাদশা শাহরুখ খান হাজির থাকলেও আরিয়ান আসেননি। বরাবরের মতো হাসি, গল্পে, খুনসুটিতে নেটফ্লিক্সের শেষ রাত মাতিয়ে রেখেছিলেন কিং খান। নিজের ছেলের প্রথম পরিচালনায় প্রথম সিরিজের শিরোনাম উন্মোচন করেন শাহরুখ খান। সিরিজের নাম ‘দ্য ব্যা***ডস অব বলিউড’।
আরিয়ানের এই সিরিজ প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘আমি এই সিরিজের কিছু পর্ব দেখেছি। পর্বগুলো দারুণ মজার। আর কোনো কিছু যখন মজার হয়, আমার তখন উপভোগ্য লাগে।আসলে লজ্জার কথা কী বলব, আজকাল আমার জোকস শুনে মানুষের খারাপ লাগে; বিরক্ত হন। তাই আমি জোকস বলা বন্ধ করে দিয়েছি। তবে পরম্পরা হিসেবে আমি আমার ছেলেকে এটা দিয়েছি। যাহ, এখন তুই কর বেটা। বাপের নাম উজ্জ্বল কর।
বলিউডের নামকরা সব পরিচালকরা শাহরুখ খানের ‘ডেট’ পেতে দীর্ঘ অপেক্ষা করেন। ২ মিনিট ১০ সেকেন্ডের প্রোমোয় দেখা গেল, একটি মাত্র সংলাপ বলতে গিয়ে বারবারই ব্যর্থ হতে হচ্ছে শাহরুখ।কারণ ক্যামেরার নেপথ্যে যিনি রয়েছেন, সেই মানুষটি বিশেষ। আরিয়ান খান, শাহরুখপুত্র। পরিচালক মহাশয় (আরিয়ান) যেন তাঁর সব প্রচেষ্টাই একেবারে নাকচ করে দিচ্ছেন! শাহরুখ যাই করেন, কোনোকিছুই যেন তার পছন্দ হচ্ছে না! এমন উপদ্রবে অবশেষে তুমুল রেগে শাহরুখ প্রশ্ন ছুড়ে দেন, ‘তোর বাবার রাজত্ব নাকি?’ ক্যামেরার আড়াল থেকে মুখ বার করে আরিয়ানের সংক্ষিপ্ত উত্তর, ‘হ্যাঁ’। আর প্রথমবার পর্দায় পিতা-পুত্রের যুগলবন্দি দেখে উচ্ছ্বসিত সকলেই।
সিরিজটি প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, ‘আমি শুধু একজন নামধারী প্রযোজক। আমার একটা সরল বিশ্বাস আছে। এই প্রযোজক, লেখক, প্রযোজনা, পরিচালক নই।চলতি বছরেই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। এটি প্রযোজনা করেছে শাহরুখের রেডচিলি এন্টারটেনমেন্ট। গৌরী খানের প্রযোজনায় নির্মিত এই সিরিজটি সহ-পরিচালক হিসেবে আছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :