AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুটিং সেটে দুর্ঘটনা! গুরুতর আহত সুরজ পাঞ্চোলি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:০৬ এএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
শুটিং সেটে দুর্ঘটনা! গুরুতর আহত সুরজ পাঞ্চোলি

চলতি সপ্তাহে একটি শুটিং সেটে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলি গুরুতর আহত হয়েছেন। শুটিং চলাকালীন ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত বলিউড অভিনেতা।

সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুরজ পাঞ্চোলি।নতুন সিনেমা ‘কেশরী বীর: লেজেন্ড অফ সোমনাথ’ শুটিং চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। সিনেমাতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা।  

জানা যায়, মুম্বাই ফিল্ম সিটিতে চলছিল শুটিং। একটি অ্যাকশন দৃশ্যের সময় পরিচালক সুরজকে স্টান্ট করার নির্দেশ দেন। সেখানে আগুনের উপর দিয়ে ঝাঁপ দেওয়ার কথা ছিল তার। স্টান্টের আগেই ঘটে বিস্ফোরণের ঘটনা। কারণ, প্রচুর বারুদ ব্যবহার করা হয়েছিল। ফলে যখনই অভিনেতা লাফ দিতে যায় আগুনে ঝলসে যায় তার পা ও ঊরুর কিছু অংশ। সেটে চিকিৎসকদের একটি টিম দুর্ঘটনার পরেই অভিনেতার প্রাথমিক চিকিৎসা করেন।

এদিকে গুরুতর অবস্থা দেখে নির্মাতারা সুরজকে অভিনয় বন্ধ করতে বলেন। কিন্তু ক্যারিয়ারে প্রথম বায়োপিক হওয়ায় কাজ নিয়ে বেশি সিরিয়াস ছিলেন অভিনেতা। যে কারণে ঝলসে যাওয়া পা নিয়েই সম্পূর্ণ শিডিউলের শুটিং শেষ করেন। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

আগুনে ঝলসে শুটিং শেষ করার পর এখন অভিনেতা কেমন আছেন সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। সুরজের পক্ষ থেকেও এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া মেলেনি। তাই প্রিয় অভিনেতাকে নিয়ে এখন দুশ্চিন্তার প্রহর গুনছেন ভক্তরা।

প্রিন্স ধীমান পরিচালিত এই ছবিটি সুরজের কেরিয়ারের প্রথম বায়োপিক হতে চলেছে। নির্মাতাদের দাবি, ছবিতে অন্য  অবতারে দর্শকের সামনে উপস্থিত হবেন অভিনেতা।২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সুরজ পাঞ্চোলি।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

Link copied!