AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমিরের নতুন প্রেমিকা গৌরীও কি বলিউডের সঙ্গে যুক্ত?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:১৭ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
আমিরের নতুন প্রেমিকা গৌরীও কি বলিউডের সঙ্গে যুক্ত?

বলিউডের ‍‍`মিস্টার পারফেকশনিস্ট‍‍` খ্যাত অভিনেতা আমির খান বর্তমানে বেঙ্গালুরুর এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে জানা গেছে।

আমির খান ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন এবং তাদের ঘরে দুই সন্তান রয়েছে। তারা হলেন জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে, ২০০৫ সালে তিনি কিরণ রাওকে বিয়ে করেন এবং তাদের এক পুত্র সন্তান আছে, নাম আজাদ রাও খান। ২০২১ সালে আমির ও কিরণ যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন।  

আমির খানের দু‍‍`বার বিচ্ছেদ হলেও সাবেক স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিচ্ছেদের পর খবর ছড়িয়েছিল। তিনি ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু জানা গেল ফাতিমা সানা নয়, তিনি নতুন এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। ওই নারীর নাম গৌরী এবং তিনি বেঙ্গালুরুতে বসবাস করেন। তবে কীভাবে আমিরের সঙ্গে গৌরীর আলাপ হলো এবং বলিউডের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।   

আমির খান এই সম্পর্ককে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন এবং ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের সঙ্গে গৌরীকে পরিচয় করিয়ে দিয়েছেন। পরিবারের সঙ্গে এই সাক্ষাৎ ইতিবাচক ছিল বলে জানা গেছে। বর্তমানে আমির খান তার নতুন সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন বলে জানা গেছে। তবে এই বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বলিউডের ‍‍`মিস্টার পারফেকশনিস্ট‍‍` খ্যাত অভিনেতা আমির খানকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিংহ চাড্ডা’ সিনেমায়। তবে সিনেমাটি বক্স অফিসে তেমন বাজিমাত করতে পারেনি। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। আগামীতে তাকে ‘সিতারে জমিন পার’ সিনেমায় দেখা যাবে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!