চিত্রনায়িকা পরীমণির জামিনদার হিসেবে আলোচনায় আসা গায়ক শেখ সাদীর ব্যক্তিগত জীবন ও সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে দর্শকদের কৌতূহল দিন দিন বাড়ছে। এবার ভালোবাসার মাসে নিজের অনুভূতি খোলাখুলিভাবে প্রকাশ করলেন এই গায়ক।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে শেখ সাদী তার নিজের ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে দেখা গেছে সাদা পোশাকে। ক্যাপশনে লেখেন, "মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য।" তার এই পোস্ট দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের থেকে নানা প্রতিক্রিয়া আসতে থাকে।
গায়ক সাদীর এমন মন্তব্যে পরীমণিও মজার সুরে প্রতিক্রিয়া জানান। পোস্টের মন্তব্যের ঘরে তিনি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি দিয়ে লেখেন, "ওহ!"।
সাদীর পোস্টে ভক্তরাও নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, "তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে।" আরেকজন মন্তব্য করেছেন, "গান হয়ে যাক একটা পরী নিয়ে, আমাদের পরীমণির সাথে।"
এক ভক্ত তো এটাকে বছরের সেরা ক্যাপশন বলেই অভিহিত করেছেন। এছাড়াও অনেকেই শেখ সাদীর জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। সে সময় শুরু থেকে শেষ পর্যন্ত তার পাশে ছিলেন শেখ সাদী এবং জামিনদার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :