চলচ্চিত্র জগতে চিত্রশিল্পীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সময়ে সিনেমায় ভিলেন চরিত্রের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং অনেক প্রথম সারির তারকারা এই ধরনের চরিত্রে অভিনয় করছেন।
সম্প্রতি, বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী `প্রিয়াঙ্কা চোপড়া` এস এস রাজামৌলির আসন্ন চলচ্চিত্র `এসএসএমবি২৯`-এ প্রধান ভিলেন চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি এই চরিত্রের জন্য ৩০ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন, যা ভারতীয় সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।
এর আগে, সঞ্জয় দত্ত `কেজিএফ ২` এবং `লিও` সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয়ের জন্য ৮-৯ কোটি রুপি, বিজয় সেতুপতি `জওয়ান` সিনেমায় ২১ কোটি রুপি, এবং ইমরান হাশমি `টাইগার ৩` সিনেমায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
`এসএসএমবি২৯` সিনেমাটি একটি জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র, যেখানে মহেশ বাবু প্রধান চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ১,০০০ কোটি রুপি, যা এটিকে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্রে পরিণত করবে।
প্রিয়াঙ্কা চোপড়ার এই অভিনয় এবং পারিশ্রমিক ভারতীয় চলচ্চিত্রে ভিলেন চরিত্রের গুরুত্ব ও জনপ্রিয়তার নতুন মাত্রা যোগ করেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :