পারিবারিক সহিংসতার অভিযোগে গ্রেপ্তার হলেন ‘মোটরস্পোর্টস মলি’ নামে পরিচিত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর মলি কেনেডি। গত ১৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই কনটেন্ট ক্রিয়েটরকে।
সংবাদমাধ্যম খবর অনুযায়ী, অরেঞ্জ কাউন্টি শেরিফ জানিয়েছে, ২৬ বছর বয়সী এই লাস্যময়ী সুন্দরী কনটেন্ট ক্রিয়েটরকে ভোরে আটক করা হয়েছে। পারিবারিক সহিংসতার অভিযোগে আটক করা হলেও এ ব্যাপারে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
মলি কেনেডি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে তার ৮০ হাজারের বেশি সাবস্ক্রাইবার। অনলি ফ্যানস ও ইনস্টাগ্রামের একজন সক্রিয় কনটেন্ট ক্রিয়েটর তিনি।
এ তরুণী ওহিওর স্ট্রিট রেসার বিলি হসকিনসনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০২৩ সালের নভেম্বরে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই জুটি।
এদিকে গ্রেপ্তারের পর কারাগার থেকে এরইমধ্যে ছাড়া পেয়েছেন মলি কেনেডি। গত ১৮ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একটি রহস্যময় স্টোরিও দিয়েছেন। যেখানে ব্যাঙ্গাত্মক কান্নার ভঙ্গিতে দেখা গেছে তাকে।
তবে গত কয়েক মাস ধরেই মলি কেনেডিকে তার ইউটিউব চ্যানেলে নতুন কোনো কনটেন্ট আপলোড করতে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে পার্টনার হসকিনসনের স্ট্রিট রেসিং চ্যানেলেই বেশি সময় দিতে দেখা গেছে তাকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :