AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুটিংয়ের সময় কেন কেঁদেছিলেন রাশমিকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:২০ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
শুটিংয়ের সময় কেন কেঁদেছিলেন রাশমিকা

‘অ্যানিম্যাল’ ছবির শুটিংয়ের একটি মজার ঘটনার কারণে রাশমিকা মান্দানার চোখে পানি এসেছিল, তবে তা কোনো আবেগপ্রবণ দৃশ্যের জন্য নয়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, ছবির শুটিংয়ের সময় রাশমিকার নাস্তা পছন্দ হয়নি। অভিনেত্রী বলেছিলেন, ‘খুবই বিরক্তিকর নাস্তা ছিল আমার, তাই অভিযোগ জানিয়েছিলাম।’

কিন্তু পরের দিন রণবীর কাপুর নিজ উদ্যোগে রাশমিকার জন্য বিশেষ নাস্তার ব্যবস্থা করেন। তিনি নিজের ব্যক্তিগত রন্ধনশিল্পী দিয়ে সুস্বাদু খাবার রান্না করিয়েছিলেন। রাশমিকা এই অভ্যর্থনায় অভিভূত হন এবং আনন্দে চোখে পানি এসে যায়।

রণবীর কৌতুক করে বলেন, ‘কী ব্যাপার? সেই একই বিরক্তিকর খাবার কেন খাচ্ছ তুমি?’

রাশমিকা মজা করে জবাব দেন, ‘তুমি খুব ভাগ্যবান যে তোমার কাছে একজন দারুণ রন্ধনশিল্পী রয়েছে। আমাদের তো তা নেই। আমরা তো সাধারণ মানুষ, আমরা হায়দরাবাদের রন্ধনশিল্পী রাখতে পারি না।’

এই ঘটনাটি শুটিং সেটে সবার মুখে হাসি ফোটায় এবং রাশমিকা ও রণবীরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি উদাহরণ হয়ে থাকে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!