ঢালিউডের সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’ গত বছরের ১৫ই নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে ছিলেন ভারতের অভিনেত্রী সোনাল চৌহান। এটি শুরু থেকেই প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে পরিচিতি পেয়েছিল, তবে বাস্তবে সেই পরিচয়ের প্রতিফলন দেখা যায়নি।
বাংলাদেশ, থাইল্যান্ড, কানাডাসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেলেও এখনও সিনেমাটি ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে ‘দরদ’এর পোস্টার শেয়ার করে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে। অর্থাৎ, ভারতে প্রেক্ষাগৃহে না গিয়েই সরাসরি ওটিটিতে দেখা যাবে সিনেমাটি।
নির্মাতা প্রথম থেকেই বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে একই দিনে হিন্দি, তেলেগুসহ পাঁচ ভাষায় ভারতে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ফলে সিনেমাটির ভারতে মুক্তি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
সিনেমাটি মুক্তির আগে নির্মাতা বলেছিলেন, দুবাইয়ের বুর্জ খলিফায় সিনেমার টিজার প্রকাশ হবে। এছাড়াও শাকিব ভক্তদের নিয়ে বড় পরিসরে ট্রেলার প্রকাশের ঘোষণাও ছিল। কিন্তু বাস্তবে এসবের কিছুই দেখা যায়নি।
প্রমোশনের ঘাটতি এবং ভারতে মুক্তি না পাওয়ার কারণে ‘দরদ’ সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে। অনেকেই মনে করছেন শাকিব খান শুধু ঈদ নির্ভর নায়ক হিসেবেই সফল। ঈদ ছাড়া মুক্তি পাওয়া সিনেমাগুলোতে তিনি সাফল্যের মুখ দেখছেন না আর ‘দরদ’ সেই ধারণাকে আরও জোরালো করেছে।
বর্তমানে শাকিব খান মুম্বাইয়ে নতুন সিনেমা ‘বরবাদ’এর শুটিং করছেন। এটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমাটি ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। যদিও ইতোমধ্যে সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ পেয়েছে, তবে সেটি নকলের অভিযোগে সমালোচনার মুখে পড়েছে।
দর্শকরা আশা করছেন, শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’এর মতো হতাশ করবে না এবং তিনি ঈদের বাইরেও বক্স অফিস সাফল্য অর্জন করবেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :