সুনীল গাঙ্গুলির জনপ্রিয় চরিত্র ‘কাকাবাবু’ আবারও ফিরছে বড় পর্দায় এবং এবারও প্রধান চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রায় তিন বছর পর দর্শকরা পেতে চলেছেন এই অ্যাডভেঞ্চার ধর্মী চরিত্রটিকে।
সৃজিত মুখার্জির বদলে এবার কাকাবাবুর নতুন ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন `চন্দ্রাশিস রায়`। এর আগে প্রসেনজিৎকে নিয়ে চন্দ্রাশিস তার প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। এবার তিনি কাকাবাবু সিরিজে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
এছাড়াও, সন্তুর চরিত্রেও এসেছে পরিবর্তন। সৃজিতের পরিচালিত তিনটি ছবিতে সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। তবে এবার সেই চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। এছাড়াও নতুন ছবিতে যুক্ত হয়েছেন সত্যম ভট্টাচার্য।
নতুন ছবির জন্য নির্মাতারা বেছে নিয়েছেন সুনীল গাঙ্গুলির লেখা ‘বিজয়নগরের হিরে’ গল্পটিকে। কাকাবাবুর এই অভিযানের চিত্রায়নে কী ধরনের চমক থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
কাকাবাবু সিরিজের যাত্রাপথ:
২০১৩: প্রথম ছবি ‘মিশর রহস্য’ মুক্তি পায়।
২০১৭: মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’।
২০২২: দর্শকরা দেখেছেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।
শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ এর অফিসে ছবির জমকালো এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা। ছবির অন্যান্য চরিত্রের জন্য অভিনেতা নির্বাচন প্রক্রিয়া এখনো চলছে।
সৃজিত মুখার্জির পর চন্দ্রাশিস রায়ের হাত ধরে আরও একধাপ এগিয়ে গেলো কাকাবাবু ফ্র্যাঞ্চাইজ। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন কাকাবাবু ছবির চমক দেখার জন্য।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :