জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান তার নতুন সৃষ্টিশীল উদ্যোগের ঘোষণা দিয়েছেন। গেল ভালোবাসা দিবসে প্রকাশিত ‘জনম জনম’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন জয় করেছে। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমার জন্য গানটি গেয়েছেন তিনি, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তাহসান এবার তার পুরোনো সাতটি প্রিয় গান নতুন আঙ্গিকে রিমেক করার উদ্যোগ নিয়েছেন। তিনি জানিয়েছেন, এসব গান শুধু জনপ্রিয়ই নয় তার হৃদয়েরও খুব কাছের। গানগুলো হলো ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। বিশেষ আকর্ষণ হিসেবে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি নতুন গান হিসেবে প্রকাশ করবেন তিনি।
তাহসান বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমার নিয়ন্ত্রণে থাকুক। অনেক গান ছিল যেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার পছন্দ হয়নি। এবার আমি আমার মতো করে সেগুলো শ্রোতাদের কাছে তুলে ধরতে চাই।’
একুশে সংবাদ/ রু আ/ এস কে
আপনার মতামত লিখুন :