AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিল্লিতে ভিকির ‘ছাওয়া’ প্রদর্শনের সময় পর্দায় অগ্নিকাণ্ড


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৩০ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
দিল্লিতে ভিকির ‘ছাওয়া’ প্রদর্শনের সময় পর্দায় অগ্নিকাণ্ড

১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ছবি ‘ছাওয়া’। ছবি দেখে চোখে জল দর্শকের, সমাজমাধ্যমে দেখা গিয়েছে এমন ভিডিও। যদিও এই ছবির সমালোচনাও করেছেন দর্শকের একাংশ। ভিকি কৌশল অভিনীত এই ছবির প্রশংসায় পঞ্চমুখ পদ্মশিবির। বুধবার ছবি প্রদর্শনীর সময় দিল্লির একটি মলে পিভিআরে অগ্নিকাণ্ড ঘটে। আগুন ছড়িয়ে পড়ার কিছু ক্ষণের মধ্যেই ছ’টি দমকল পৌঁছোয় ঘটনাস্থলে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। 

দিল্লির সিলেক্ট সিটিওয়াক মলের পিভিআর সিনেমার পর্দার একটি কোণে বিকেল ৪:১৫ মিনিটে ‘ছাওয়া’ সিনেমার প্রদর্শনীর সময় আগুন ধরে যায়। দমকলের কাছে খবর যায় ৫টা নাগাদ। যদিও দমকলকর্মীরা পৌঁছোনোর আগে প্রেক্ষাগৃহের ভিতরে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

সিলেক্ট সিটিওয়াক মলের এক মুখপাত্র ওই মাল্টিপ্লেক্সে ঘটে যাওয়া শর্ট সার্কিটের ঘটনার কথা স্বীকার করে নেন। তাদের পক্ষ থেকে বলা হয়, ‘‘আমরা মাল্টিপ্লেক্স টিম এবং কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছি। কোনও প্রাণনাশের ঘটনা ঘটেনি এবং মলের মূল অংশের নিয়মিত কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।’’

আগুন লাগার সময় ছবি দেখছিলেন বীর সিং। ওই প্রত্যক্ষদর্শী দর্শক বলেন, ‘‘যখন হলের লোকেরা বুঝতে পারল ভিতরে আগুন লেগেছে এবং ধোঁয়া উড়ছে, তখন সকলে চিৎকার করতে শুরু করে। যদিও খুব বড় কোনও অগ্নিকাণ্ড নয়। ফায়ার অ্যালার্ম বেজে ওঠার সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহের কর্মীরা প্রেক্ষাগৃহ খালি করে দেয়।’’

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!