AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মারা গেলেন সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৩২ এএম, ৩ মার্চ, ২০২৫
মারা গেলেন সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যামি মনোনীত আরএন্ডবি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী অ্যাঞ্জি স্টোন। শনিবার (১ মার্চ) ভোরে আলাবামার মন্টগোমেরিতে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, মন্টগোমারি কাউন্টির ইন্টারস্টেট ৬৫-এ গায়িকাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় গাড়িতে ৯ জন যাত্রী ছিল। এর মধ্যে গায়িকা ছাড়াও ক্রু ও ব্যাকআপ সংগীতশিল্পীরা ছিলেন।

গায়িকার মুখপাত্র ডেবোরা আর. শ্যাম্পেন জানিয়েছেন, গাড়িতে কয়েকজন যাত্রী থাকলেও এর মধ্যে শুধু অ্যাঞ্জি স্টোনই মারা গেছেন। মূলত মোবাইল এরিয়া মার্ডি গ্রাস অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড মার্শালসের একটি অনুষ্ঠান থেকে বাল্টিমোরে সিআইএএ বাস্কেটবল টুর্নামেন্টের আরেকটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটেছে।

এ গায়িকা বহুল বহুল পরিচিত সংগীত ব্যান্ড ‘দ্য সিক্যুয়েন্সের’ সদস্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ সালের মধ্যে একসঙ্গে থাকার সময় দলটি তিনটি অ্যালবাম প্রকাশ করে। ‘ফাঙ্ক ইউ আপ’ গানটি প্রকাশের পর ব্রুনো মার্সের ‘আপটাইন ফাঙ্ক’ এবং ড. ড্রের ‘কিপ দেয়ার হেডস রিংইন’-এর মতো অসংখ্য গান বের হয়।

১৯৯০ এর দশকের শেষ দিকে একক ক্যারিয়ার শুরু করেন গায়িকা অ্যাঞ্জি স্টোন। তার প্রথম অ্যালবাম ‘ব্ল্যাক ডায়মন্ড’ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বর্ণপদক লাভ করে। এর দুই বছর পর প্রকাশ করেন ‘উইশ আই ডিডন্ট মিস ইউ।’ পরবর্তীতে ‘দ্য হট চিক’ এবং কেভিন হার্টের কমেডি ‘রাইড অ্যালং’ এর মতো সিনেমায় অভিনয় করে সিনেমায় ডেবিউ করেন তিন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!