AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাদের মুকুটে উঠল অস্কারের সেরার পালক!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:২৫ পিএম, ৩ মার্চ, ২০২৫
কাদের মুকুটে উঠল অস্কারের সেরার পালক!

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে কারও ভাগ্যে শিকে ছিঁড়ল, তো কেউ ফিরলেন হতাশা নিয়ে। চলতি বছরে অস্কার মঞ্চে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত ছবি ‘এমিলিয়া পেরেজ’। তবে পুরস্কারের নিরিখে শুরু থেকেই অস্কার মঞ্চে দাপট দেখাল শঁ বেকার পরিচালিত ছবি ‘আনোরা’। 

ব্রুকলিনের এক অল্পবয়সি দেহপোজীবিনীকে নিয়ে ‘আনোরা’ ছবির আবেগঘন গল্প মুক্তির পরেই দর্শকের মন ছুঁয়েছিল। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী-সহ মোট পাঁচটি বিভাগে অস্কার পেয়েছে ছবিটি। অন্য দিকে ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন এড্রিয়েন ব্রডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ থেকে চলে আসা এক দম্পতির আমেরিকায় ভাগ্যান্বেষণ এই ছবির প্রেক্ষাপট। সেরা সঙ্গীত এবং সেরা সিনেম্যাটোগ্রাফির অস্কারও এসেছে ছবির ঝুলিতে।

এ বারের অস্কারে এড্রিয়েন ব্রডি এবং মাইকি ম্যাডিসনের আবেগঘন বক্তৃতা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। ২০০৩ সালে ‘দ্য পিয়ানিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন এড্রিয়েন। দ্বিতীয় বার আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। জৌলুস এবং খ্যাতি যে তারকা-জীবন থেকে কোনও দিন হারিয়ে যেতে পারে, সে কথাই তাঁর বক্তৃতায় মনে করিয়ে দিয়েছেন এড্রিয়েন। অন্য দিকে, মাইকি তাঁর বক্তৃতায় ধন্যবাদ জানান যৌনকর্মীদের। 

বছরের শুরুতেই ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় লস অ্যাঞ্জেলেস। তার পর অনেকেই দাবি তোলেন চলতি বছরে অস্কারের মূল অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার। কিন্তু তার পরেও অনুষ্ঠান করার সিদ্ধান্তে অনড় ছিলেন অস্কার কর্তৃপক্ষ। সোমবার ডলবি থিয়েটারে অস্কার মঞ্চে লস অ্যাঞ্জেলেসের দমকলবাহিনীকে সম্মান জানানো হল। মঞ্চে ‘বীর যোদ্ধা’দের দেখে প্রেক্ষাগৃহ করতালিতে ভেসে গিয়েছে।

চলতি বছরে ভারত থেকে একমাত্র মনোনয়ন পেয়েছিল গুণীত মঙ্গা এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাস প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অনুজা’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত ‘আই অ্যাম নট আ রোবট’ ছবিটির কাছে হেরে যায়। তবুও ‘অনুজা’র সফরকে সমাজমাধ্যমে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!