AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রবাসী কণ্ঠশিল্পী লিমন চৌধুরীর গাওয়া নতুন রোমান্টিক গান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:২৫ পিএম, ৩ মার্চ, ২০২৫
প্রবাসী কণ্ঠশিল্পী লিমন চৌধুরীর গাওয়া নতুন রোমান্টিক গান

প্রকাশিত হয়েছে প্রবাসী কণ্ঠশিল্পী লিমন চৌধুরীর গাওয়া নতুন রোমান্টিক গান ‘এলোমেলো কথাগুলো’। গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার সোমেশ্বর অলি, সুর করেছেন ফারুক হোসেন শিমুল, আর সংগীতায়োজন করেছেন এস কে সমীর।

 

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।  

 

শিল্পী লিমন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করলেও বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে তার সম্পর্ক অটুট। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত গান গাওয়ার পাশাপাশি এটি তার দ্বিতীয় মৌলিক গান, যা এস কে সমীরের সংগীতায়োজনে প্রকাশিত হলো। গানটির কথা, সুর এবং সংগীত সবকিছুই একে অনন্য করে তুলেছে বলে মনে করেন তিনি।  

 

গানের গীতিকার সোমেশ্বর অলি জানান, এস কে সমীরের সঙ্গে এটি তার আরও একটি দারুণ কাজ। তিনি বলেন, সমীর সবসময় মানসম্মত গানের কাজ করে থাকেন, আর লিমন গানটি অনেক যত্ন নিয়ে গেয়েছেন। পাশাপাশি ফারুক হোসেন শিমুলের সুর গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।  সুরকার ফারুক হোসেন শিমুল বলেন, ‘এলোমেলো কথাগুলো’ গানটির সুর করার পর থেকে তিনি আশা করছিলেন এটি যোগ্য শিল্পীর কণ্ঠে মানিয়ে যাবে। এস কে সমীরের সংগীতায়োজনে ও লিমনের কণ্ঠে গানটি নিঃসন্দেহে শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি মনে করেন।  

 

সংগীত পরিচালক এস কে সমীর জানান, লিমন চৌধুরীর সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। তিনি বলেন, গানটি প্রথমবার শুনেই লিমন পছন্দ করেন এবং পরবর্তীতে দেশে ফিরে ভয়েস রেকর্ড করেন। মিউজিক ভিডিওর জন্য দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ পরিচালক সৌমিত্র ঘোষ ইমনকে, যিনি গানটির জন্য একটি অসাধারণ ভিডিও নির্মাণ করেছেন। ভিডিওতে অভিনয় করেছেন রুহি ও দুর্জয়, যা গানের আবেগকে আরও গভীর করে তুলেছে। গানটি প্রকাশিত হয়েছে এস কে সমীরের নিজস্ব ইউটিউব চ্যানেল সমীর এক্সপ্রেস থেকে।

 

সংগীতপ্রেমীদের জন্য এটি এক অনন্য রোমান্টিক উপহার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা করছেন, বাংলা গানের শ্রোতারা এই গানটিকে ভালোবাসায় গ্রহণ করবেন এবং ভবিষ্যতে তারা আরও সুন্দর গান উপহার দিতে পারবেন।

 

একুশে সংবাদ /সাএ

 

Link copied!