AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরস্পরকে আলিঙ্গন করলেন রেখা-অভিষেক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪৩ পিএম, ৪ মার্চ, ২০২৫
পরস্পরকে আলিঙ্গন করলেন রেখা-অভিষেক

রেখা প্রকাশ্যেই হৃতিককে নিজের ‘ছেলে’ বলে সম্বোধন করেছেন। ‘কোই মিল গয়া’ ছবির সময় বলিউডের চিরসবুজ অভিনেত্রী আক্ষেপ করেছিলেন, যদি হৃতিকের মতো একটি ছেলে তার থাকত! এ বার বুকে টেনে নিলেন অভিষেক বচ্চনকে।      

ভিতরে ভিতরে যতই দ্বন্দ্ব থাক, অনুষ্ঠানের মঞ্চে ছবিশিকারিদের সামনে ব্যক্তিগত মান-অভিমান প্রকাশ করতে চান না তারকারা। বিশেষ করে বলিউডে। যে কারণে, অক্ষয় কুমার-শিল্পা শেট্টির মধ্যে যতই দূরত্ব থাক, মঞ্চে তারা কিন্তু হিট গান ‘চুরাকে দিল মেরা গোরিয়াঁ চলি’কে নতুন করে মঞ্চে তুলে ধরেন। ব্যতিক্রম, বচ্চন পরিবার এবং রেখা। নির্দিষ্ট সময়ের পর থেকে লক্ষ্মণরেখা ভেদ করে কেউই কারও দিকে সৌজন্যের হাত বাড়িয়ে দেননি। এমনকি এই ধরনের অনুষ্ঠানেও তাঁরা দূরত্বই বজায় রেখেছেন। 

এখানেও ব্যতিক্রম এক জন। তিনি বচ্চনবধূ ঐশ্বর্যা রাই। বরাবর তিনি রেখাকে ‘মা’ সম্বোধন করেছেন। যে কোনও জায়গায় দেখা হলেই জড়িয়ে ধরেছেন। পা ছুঁয়ে প্রণাম করতেও ভোলেননি, যা দেখে নিন্দকেরা টিপ্পনী কেটেছে, এত ভাল সম্পর্ক বোধহয় শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গেও নেই তার! কিন্তু রেখার আশপাশে অভিষেক বচ্চনকে সে ভাবে দেখা যায়নি কোনও দিন। বরং তিনিও পরিবারের বাকিদের মতোই দূরত্ব বজায় রেখেছেন।

এক অনুষ্ঠানমঞ্চ সেই বেড়াও ভাঙল। রেখার পর মঞ্চে উঠলেন অভিষেক বচ্চন। আশ্চর্য, পরস্পরকে আলিঙ্গনও করলেন তারা! যেন বাইরে থেকে তাদের মধ্যে আর কোনও দূরত্ব নেই, মালিন্যও নেই! এখানেই কিন্তু সব শেষ নয়। রেখা গাল ছুঁয়ে আদর করেন ‘ছোটা বি’কে। কিছু ক্ষণ কুশল বিনিময়ও করেন তারা! এ ভাবে কবে শেষ দেখা গিয়েছে তাদের? বলিউড তো দূর, সে কথা মনে করতে পারছেন না তাদের অনুরাগীরাও। অংশগ্রহণকারীরা প্রত্যেকে এ দিন সাদা পোশাকে সাজিয়েছিলেন নিজেদের।

আয়োজকদের অনুরোধ মেনে যদিও সাদা রঙে সেজেছিলেন রেখা-অভিষেক, নিন্দকেরা কিন্তু এখানেও অনুরাগের রং দেখতে পেয়েছেন! তাদের কটাক্ষ, প্রেমিক না হোক তারই ছেলে তো! অভিষেককে বুকে জড়িয়ে তাই কি দুধের সাধ ঘোলে মেটালেন রেখা? আক্ষেপ, যদি ঐশ্বর্যও উপস্থিত থাকতেন। তা হলেই ‘ছেলে-বৌমা’কে নিয়ে ফোটোফ্রেম তৈরি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!