AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেতন ছিল মাত্র ৭৫ টাকা, এখন ৯৯টি বাড়ির মালিক মিকা!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৪৫ পিএম, ৪ মার্চ, ২০২৫
বেতন ছিল মাত্র ৭৫ টাকা, এখন ৯৯টি বাড়ির মালিক মিকা!

কোনও ব্যক্তির একটি বাড়ি থাকতে পারে। কখনও আবার বাড়ির সংখ্যা তিন-চারটেও হতে পারে। তবে নাম যদি মিকা সিংহ হয়, তা হলে সে ক্ষেত্রে চমক থাকতেই পারে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিকা দাবি করেছেন,তার মালিকানাধীন মোট বাড়ির সংখ্যা ৯৯টি! 

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে মিকা জানিয়েছেন যে তিনি রিয়্যাল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে শুরুতে তাঁর কোনও ধারণা ছিল না যে, কোনও দিন এমন বিপুল সংখ্যক বাড়ির মালিক হবেন তিনি। এই শখ নিয়ে তিনি মোটেও শুরু থেকে সচেতন ছিলেন না। 

মিকা বলেন, ‘‘আশা করি সংখ্যাটা কোনও দিন ১০০ পেরিয়ে যাবে। যখন শুরু করি, তখন আমার বেতন ছিল ৭৫ টাকা! তখন খুব বেশি কিছু ভাবিনি। কারণ, সেই সময় ওই টাকাটাই আমার কাছে অমূল্য ছিল।’’ 

মিকা জানান, লড়াইয়ের দিন পেরিয়ে ২০১২ সালে তিনি প্রথম একটি ফ্ল্যাট কিনেছিলেন। মিকার কথায়, ‘‘এখনও ওই বাড়িটা আমার এতটাই পছন্দের যে, সেখানে আমি মোট ছ’টি ফ্ল্যাট কিনেছি।’’ মিকা অর্থের গুরুত্ব জানেন। তাই বিনিয়োগের জন্য তিনি বাড়িকেই বেছে নিয়েছেন। 

মিকার কথায়, ‘‘কেউ সোনা, চশমা এমনকি জুতো কিনে টাকা খরচ করেন। আমার একটা ১০০ একরের জমি রয়েছে।’’ তবে এই জমি থেকে যে প্রায় দেড়শোটি পরিবারের উপার্জন হয়, সে কথাও স্পষ্ট করেছেন মিকা। উল্লেখ্য, শিল্পীর ৯৯তম বাড়িটির অন্দরসজ্জা করেছেন শাহরুখ খানের ঘরনি গৌরী খান।

 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!