ইয়ো ইয়ো হানী সিংহের বিরুদ্ধে উঠল অশ্লীলতা প্রদর্শনের অভিযোগ। পটনা আদালতে এই অভিযোগের ভিত্তিতে র্যাপারের বিরুদ্ধে দায়ের হল একটি জনস্বার্থ মামলা। অভিযোগ করেছেন অভিনেত্রী নীতু চন্দ্র।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে হানী সিংহের গান ‘ম্যানিয়্যাক’। সেই গানের মাধ্যমে নাকি র্যাপার অশ্লীলতার প্রচার করেছেন এবং নারীদের পণ্যের মতো করে দেখিয়েছেন। হানীর সঙ্গে এই গানের গীতিকার লিয়ো গ্রেওয়াল এবং ভোজপুরি সঙ্গীতশিল্পী রাগিনী বিশ্বকর্মা ও অর্জুন আজনবির বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
নীতু পটনার বাসিন্দা। বলিউডেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। ‘ম্যানিয়্যাক’ নামে এই গানের কথা নিয়েই মূলত আপত্তি তার। গানের কথা সরাসরি যৌনতার ইঙ্গিত দেয় এবং মহিলাদের যৌন পণ্য হিসেবে দেখায় বলে তার দাবি। গানে বেশ কিছু ভোজপুরি পঙ্ক্তি রয়েছে। বিশেষ করে সেই পঙ্ক্তিগুলিই নাকি আপত্তিজনক। এর জন্য পটনার সংস্কৃতিকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে বলে তার দাবি। নীতুর কথায়, “মহিলাদের উন্নয়নকে জানলা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছে এই গান।”
সমাজের উপরেও এই গানের খারাপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন নীতু। এই অভিযোগের পাল্টা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি হনী সিংহের তরফে। চলতি মাসের শেষের দিকেই মামলার শুনানি হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে এই গান। অভিনেত্রী এষা গুপ্তকেও দেখা গিয়েছে এই গানে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :