AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেইথফুলের চার গানের ইপি এপ্রিলে মুক্তি পাবে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:২৭ পিএম, ১৪ মার্চ, ২০২৫
ফেইথফুলের চার গানের ইপি এপ্রিলে মুক্তি পাবে

জানুয়ারিতে মারা যাওয়া ব্রিটিশ গায়িকা ও অভিনেত্রী ম্যারিয়ান ফেইথফুলের চার গানের একটি নতুন এক্সটেন্ডেড প্লে বা ইপি এপ্রিলে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার শিরোনাম ট্র্যাকটি প্রকাশিত হবে বলে তার পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ম্যারিয়ানের ছেলে নিকোলাস ডানবার বলেছেন, ম্যারিয়ানের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা আনন্দের সাথে এই গানগুলোর মুক্তি ঘোষণা করছি, যা তিনি তার মৃত্যুর আগের বছর করেছিলেন।

তিনি আরো বলেন, ‘ম্যারিয়ান সঙ্গীত তৈরি ও পরিবেশন করার জন্য বেঁচে ছিলেন। এটি ছিল তার চালিকা শক্তি এবং তিনি কখনও থামেননি। শেষ অবধি তিনি এই মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, যা এখন তার অসাধারণ শৈল্পিক ক্যারিয়ারকে সম্পূর্ণ করবে।’

ফেইথফুল ছিলেন সুইয়িংং সিক্সটিজ সংস্কৃতির একজন আইকন। তিনি রোলিং স্টোনসের ফ্রন্টম্যান মিক জ্যাগারের সাথে তার উত্তাল সম্পর্কের জন্য পরিচিত ছিলেন।‘বার্নিং মুনলাইট’ ইপি আগামী ১২ এপ্রিল সীমিত সংস্করণের ভিনাইল আকারে এবং আগামী ৬ জুন বিশ্বব্যাপী ডিজিটালি প্রকাশিত হবে।

ইপি মূলত ফেব্রুয়ারিতে প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু ৩০ জানুয়ারি গায়িকার মৃত্যুর পর ঘোষণাটি স্থগিত রাখা হয়েছিল। ইপির নির্বাহী প্রযোজক অ্যান্ড্রু ব্যাট বলেন, ‘আমরা সঙ্গীতকে পুরো বৃত্তে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। ইপি’র একটি দিক তার প্রথম পপ এলপি ‘ ম্যারিয়েন ফেইথফুল’ কর্তৃক অনুপ্রাণিত হবে আর অন্যদিকে ‘কাম মাই ওয়ে’-তে তার লোকজ শিকড়কে সম্মান জানাবে।’

শুক্রবার থেকে প্রকাশিত শিরোনামের গানটিকে ‘স্থিতিস্থাপকতা ও গ্রহণযোগ্যতার একটি চলমান গীতিনাট্য’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

১৯৬৪ সালে গানের ক্যারিয়ার শুরু করেন ম্যারিয়ান। প্রখ্যাত ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যাম তাকে খুঁজে পেয়েছিলেন। ম্যারিয়ানের তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেই থ রিচার্ডসেরই লেখা। আলোচিত এ গানটি ছাড়া মারিয়ানের আরো দুটি আলোচিত গান হলো ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’ ও ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’সহ একাধিক সফল একক গান প্রকাশিত হয়।

১৯৭০ সালে জ্যাগারের সাথে তার সম্পর্কের অবসানের পর, তিনি কঠিন সময়ের মুখোমুখি হন, যার মধ্যে ছিল একাকী জীবনযাপন। তিনি হেরোইনে আসক্তি হয়ে পড়েন।

তবে তিনি ১৯৭৯ সালে ক্লাসিক অ্যালবাম ’ব্রোকেন ইংলিশ’ নিয়ে ফিরে আসেন এবং পরে ১৯৮৭ সালের সমালোচকদের দ্বারা প্রশংসিত ‘স্ট্রেঞ্জ ওয়েদার’-এর মাধ্যমে নিজেকে একজন জ্যাজ ও ব্লুজ গায়িকা হিসেবে নতুনভাবে প্রতিষ্ঠিত করেন।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!