AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এ আর রহমান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:০৪ পিএম, ১৬ মার্চ, ২০২৫
হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এ আর রহমান

সঙ্গীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ। ভারতের চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হঠাৎ বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও শিল্পী এ আর রহমান।

রোববার (১৬ মার্চ) সকাল থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ তাকে হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল।

সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন এ আর রহমান। সেখান থেকে ফিরেই অসুস্থ বোধ করেন। পরপরই তিনি হাসপাতালে যান এবং ইসিজি করান।

চিকিৎসকরা জানিয়েছেন, পানিশূণ্যতায় ভুগছেন শিল্পী। অবশ্য আরেকটি সূত্র দাবি করেছে, ঘাড়ে ব্যথা নিয়ে বিদেশ থেকে ফিরেছেন তিনি। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি। জানা গেছে, পবিত্র রমজানের রোজা রাখছেন এ আর রহমান। 

 

একুশে সংবাদ/য.ট/এনএস

Link copied!