AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরাসরি যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করলেন কঙ্গনা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:১২ পিএম, ১৭ মার্চ, ২০২৫
সরাসরি যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করলেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে নিয়ে আলোচনা যেন থামছেই না। কঙ্গনা অভিনীত ও পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তি পেয়েছে বছরের শুরুতে। সিনেমাটি মুক্তির আগে থেকেই আলচনা-সমালোচনার মধ্যে ছিল, মুক্তির পরেও সে রেশ থেকেছে। বক্স অফিসে সিনেমাটি ভালো অবস্থান করতে পারেনি। সম্প্রতি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে ‘ইমার্জেন্সি’র। আর এবার এই সিনেমার সূত্র ধরেই  যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছেন কঙ্গনা রানাওয়াত।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ‘ইমার্জেন্সি’ নেটফ্লিক্সে মুক্তির পর প্রশংসা পাচ্ছে। ভারতে সিনেমাটি নেটফ্লিক্সের টপে রয়েছে। সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয় কঙ্গনা। অভিনেত্রী রোববার (১৬ মার্চ)  তার ইনস্টাগ্রাম স্টোরিতে চলচ্চিত্রটির প্রশংসা করা একটি পোস্ট শেয়ার করেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্টে লিখেছিলেন, ‘ইমার্জেন্সি’ অস্কারের জন্য যোগ্য, কঙ্গনা, কী অসাধারণ সিনেমা। কঙ্গনা সেই পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করে লিখেন, আমেরিকানরা তাদের আসল মুখ দেখতে চায় না, যেভাবে তারা উন্নয়নশীল দেশগুলোকে শোষণ, দমন এবং ব্ল্যাকমেইল করে। এই বিষয়গুলো ‘ইমার্জেন্সি’র মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমেরিকানরা হাস্যকর অস্কার নিয়ে থাকুক, কারণ আমাদের কাছে রয়েছে জাতীয় পুরস্কার।

শিক দাঙ্গার আশঙ্কায় কঙ্গনার ‍‍`ইমার্জেন্সি‍‍` ল্যন্ডিংয়ে আপত্তি – Kolkata24x7  | Latest Bengali News, News in Bangla, বাংলা নিউজ

অভিনেত্রীর এই পোস্টের পর তাকে নিয়ে আলোচনা-সমালোচনা দুই হচ্ছে। অনেকেই বলছেন এভাবে কোনো বিষয় নিয়ে বলা উচিত নয়। নেটজিজেন্দের অনেকেই বলছেন আলোচনায় থাকতেই এমন বক্তবয় করেছেনভিনেত্রী।

‘ইমার্জেন্সি’ সিনেমায় কঙ্গনা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। বিজেপির সংসদ সদস্য কঙ্গনা প্রতিপক্ষ রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ইন্দিরাকে কোন রূপে দেখাতে চাইছেন, তা নিয়ে বেশ কৌতূহল ছিল।  সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ২৫ জুন থেকে পরবর্তী ২১ মাস ভারতে জরুরি অবস্থা চলে। সিনেমায় সেই সময়ের রাজনৈতিক আবহ তুলে ধরা হয়েছে।  ধরার চেষ্টা হয়েছে বলে কঙ্গনার ভাষ্য। এই সিনেমায় কঙ্গনা ছাড়াও অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার, সতীশ কৌশিকসহ একাধিক অভিনয়শিল্পী কাজ করেছেন।

প্রসঙ্গত, কঙ্গনা ইতোমধ্যে চারবার ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন। প্রথম জাতীয় পুরস্কার পান ২০০৯ সালে ‘ফ্যাশন’ সিনেমার জন্য। এরপর ‘কুইন’ (২০১৩), ‘তানু ওয়েডস মনু রিটার্নস’ (২০১৫), এবং মানিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ (২০১৯) সিনেমায় সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!