AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মন্দিরে পুজো দিতে গিয়ে বিপাকে হেমা মালিনী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:২৮ পিএম, ১৮ মার্চ, ২০২৫
মন্দিরে পুজো দিতে গিয়ে বিপাকে হেমা মালিনী

সম্প্রতি পুরী জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী। কিন্তু মন্দিরে হেমার প্রবেশ নাকি নিয়ম-বর্হিভূত। তিনি জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ায় আঘাত লেগেছে ধর্মীয় ভাবাবেগে। তাই অভিনেত্রীর নামে সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করল জগন্নাথ সেনা দল নামের ধর্মীয় সংগঠন।

পুরী জগন্নাথ সেনা দল সংগঠনের দাবি, নিয়ম ভেঙেছেন অভিনেত্রী। এক জন মুসলিম অভিনেতাকে বিয়ে করে ধর্মান্তরিত হয়েছেন তিনি। সংগঠনের দাবি, অভিনেত্রীর উপস্থিতিতে সনাতন ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। হেমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, ১৯৭৯ সালে ২১ অগস্ট মুম্বইয়ে ফয়জ়াবাদের এক মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী। কারণ সেই সময় ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে। আইনি বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। হিন্দু বিবাহ আইন অনুযায়ী কোনও ভাবে দ্বিতীয় বিয়ে করা সম্ভব ছিল না অভিনেতার পক্ষে। সেই কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। শোনা যায় ধর্মান্তরিত হতে হয় হেমাকেও। সেই কারণেও আরও আপত্তি জানিয়েছেন জগন্নাথ সেনা দল।

যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মথুরার বিজেপি সাংসদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!