AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বলিউড অভিষেকের পর কটাক্ষের শিকার ইব্রাহিম!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৩৭ পিএম, ১৮ মার্চ, ২০২৫
বলিউড অভিষেকের পর কটাক্ষের শিকার ইব্রাহিম!

গত সপ্তাহে মুক্তি পেয়েছে ইব্রাহিম আলি খান অভিনীত ছবি ‘নাদানিয়া’। সাইফ আলি খানের বড় ছেলেকে বলিউডে সুযোগ দিয়েছেন কর্ণ জোহর। সকলের ভাগ্য ইব্রাহিমের মতো হয় না। কিন্তু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নবাগত অভিনেতা। ছবির মুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনার শিকার হয়েছেন ইব্রাহিম। কিন্তু তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের এক পরিচালক।

ছবি দেখার পর অনেকেই দাবি করেছেন, ইব্রাহিমের ক্যারিয়ার বেশি দূর অগ্রসর হবে না। কারণ এই ছবিতে তার অভিনয় দর্শকের মন জয় করতে পারেনি। একই ভাবে সমালোচিত হয়েছেন ছবির অভিনেত্রী খুশি কাপূর। তবে ইব্রাহিমের সমর্থনে বক্তব্য রেখেছেন পরিচালক বিক্রম ভট্ট। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, এখনই ইব্রাহিমকে বিচার করা ঠিক হবে না। ‘রাজ’ খ্যাত পরিচালক বলেন, ‘‘ছবিটা আমার পছন্দ হয়নি। কিন্তু বুঝতে পারছি না, কেন ছবিটাকে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হল। প্রথম ছবিতে সকলেই কি সেরা হতে পারে?’’

ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলেই ইব্রাহিমকে অভিনেতা হিসেবে স্বীকৃতি দিতে চাইছেন বিক্রম। ছবি সফল হল বা অসফল— তা তার কাছে পরোক্ষ বিষয়। পরিচালকের যুক্তি, ‘‘প্রথম অভিনয়। তাকে তো সুযোগ দিতেই হবে।’’ একই সঙ্গে সাইফের সঙ্গে ইব্রাহিমের তুলনা প্রসঙ্গেও কথা বলেছেন বিক্রম।

তিনি বলেন, ‘‘ইব্রাহিমকে তো ওর বাবার মতোই দেখতে। তাই তুলনা হবেই। প্রথম ছবি হিসেবে তো ও সাইফের প্রথম ছবির থেকেও ভাল অভিনয় করেছে।’’

ইব্রাহিমের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিক্রম। পরিচালকের কথায়, ‘‘আমি লিখে দিতে পারি আগামী দিনে ইব্রাহিম বড় তারকা হয়ে উঠবে।’’ এখন বিক্রমের ভবিষ্যদ্বাণী আদৌ সত্য হয় কি না, দেখা যাক।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!