এপার বাংলা -ওপার বাংলা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফ্যাশন কিংবা স্টাইলের দিক দিয়ে বরাবরের মতোই এগিয়ে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ফ্যাশনে নিজেকে মেলে ধরেন এই বিউটি কুইন। এবার এই রূপ-বৈচিত্র অভিনেত্রীকে দিল বড় সম্মাননা!
সোমবার (১৭ মার্চ) কলকাতার টালিগঞ্জে প্রথমবারের মতো বসেছিল চলচ্চিত্র জগতের স্টাইলিস্ট-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। এই আসরে অন্য সবার মধ্য থেকে বছরের সেরা ‘ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড’ লাভ করেন লাস্যময়ী সুন্দরী এ অভিনেত্রী।
তারকা জয়া আহসান তার পুরস্কারপ্রাপ্তির এ খবর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে ভাগ করে নিয়েছেন। অনুভূতি প্রকাশ করে লিখেছেন, এই পুরস্কার পেয়ে ভীষণ খুশি আমি। ফিল্মফেয়ার সবসময় বিশেষ অনুভূতি দিয়েছে আমাকে। এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।
এ অভিনেত্রী অনুভূতি প্রকাশের সঙ্গে কয়েকটি ছবিও যোগ করেছেন পোস্টে। এতে বিভিন্ন ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়ে পোজ দিতে দেখা গেছে তাকে। ছবিতে তার পরনে ছিল অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। টেনে বাধা চুল আর হালকা গয়নায় গ্ল্যামার তীব্র হয়ে উঠেছে তার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :