AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ অভিনেত্রী জয়া


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৪৩ পিএম, ১৮ মার্চ, ২০২৫
‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ অভিনেত্রী জয়া

এপার বাংলা -ওপার বাংলা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফ্যাশন কিংবা স্টাইলের দিক দিয়ে বরাবরের মতোই এগিয়ে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ফ্যাশনে নিজেকে মেলে ধরেন এই বিউটি কুইন। এবার এই রূপ-বৈচিত্র অভিনেত্রীকে দিল বড় সম্মাননা! 

সোমবার (১৭ মার্চ) কলকাতার টালিগঞ্জে প্রথমবারের মতো বসেছিল চলচ্চিত্র জগতের স্টাইলিস্ট-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। এই আসরে অন্য সবার মধ্য থেকে বছরের সেরা ‘ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড’ লাভ করেন লাস্যময়ী সুন্দরী এ অভিনেত্রী।

তারকা জয়া আহসান তার পুরস্কারপ্রাপ্তির এ খবর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে ভাগ করে নিয়েছেন। অনুভূতি প্রকাশ করে লিখেছেন, এই পুরস্কার পেয়ে ভীষণ খুশি আমি। ফিল্মফেয়ার সবসময় বিশেষ অনুভূতি দিয়েছে আমাকে। এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

এ অভিনেত্রী অনুভূতি প্রকাশের সঙ্গে কয়েকটি ছবিও যোগ করেছেন পোস্টে। এতে বিভিন্ন ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়ে পোজ দিতে দেখা গেছে তাকে। ছবিতে তার পরনে ছিল অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। টেনে বাধা চুল আর হালকা গয়নায় গ্ল্যামার তীব্র হয়ে উঠেছে তার।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!