এমনিতেই সালমান খান ও অভিষেক বচ্চনকে নিয়ে নানা গুঞ্জন রয়েছে বলিউডে। যদিও প্রাক্তন প্রেমিকার স্বামী অভিষেকের প্রশংসা সব সময়ই করেন সালমান। একই ভাবে তার সঙ্গে সৌহার্দ বজায় রেখেছেন অভিষেকও। সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার বহু বছর পর অভিষেকের সঙ্গে ঘর বাঁধেন ঐশ্বর্যা। যাবতীয় জল্পনায় ইতি পড়ছে।
যদিও একটি বিষয়ে অভিষেক ও সালমানের মধ্যে মিল রয়েছে। তাদের পছন্দ একই ধরনের। শুধু রয়েছে দামের পার্থক্য।
দিন কয়েক আগেই অভিষেকের হাতে যে ঘড়ি দেখা গিয়েছিল এ বার সেই একই ঘড়ি পরলেন সলমন। এ যেমন-তেমন ঘড়ি নয়। সারা বিশ্বে মোটে ৪৯ জনই পাবেন। তাতে রয়েছে রাম জন্মভূমির নানা অংশ। ঘড়ির ভিতরে লেখা রয়েছে ‘জয় শ্রীরাম’। বেল্টের রং গেরুয়া। যদিও অভিষেকের ঘড়ির ভিতরের অংশটা টাইটেনিয়াম ধাতু দ্বারা নির্মিত হওয়ায় সেটির দাম ছিল ৩৪ লক্ষ।
এ ক্ষেত্রে সালমান অবশ্য অভিষেকের তুলনায় এগিয়ে। তার ঘড়ির ভিতরের অংশ রোজ় গোল্ড ধাতু দিয়ে তৈরি। দাম প্রায় দ্বিগুণ। সালমানের ঘড়ির মূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা। সামনেই তার ‘সিকন্দর’ ছবির মুক্তি। তার আগে বৃহস্পতিবার সেই ঘড়িটি পরেই ছবি দিয়ে লেখেন, ‘‘খুব শীঘ্রই দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে।’’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :