বলিউডের রোমান্টিক জুটিগুলোর মধ্যে অন্যতম রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এক সময় তাদের রিয়েল লাইফ সম্পর্ক নিয়ে যেমন আলোচনা ছিল, তেমনি আলিয়ার উপস্থিতিতেই দীপিকার সঙ্গে রণবীরের ঘনিষ্ঠতা একসঙ্গে কাজ করেও তারা দর্শকদের মন জয় করেছেন। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ কিংবা ‘তামাশা’—এমন বহু ছবিতে তাদের রসায়ন ছিল নজরকাড়া।
তবে ব্যক্তিগত জীবনে রণবীর-দীপিকার সেই সম্পর্ক টেকেনি। দীপিকার সঙ্গে প্রেমে থাকাকালীন রণবীরের মন নাকি ঝুঁকে পড়ে ক্যাটরিনা কাইফের দিকে, আর তার পরেই ফাটল ধরে দীপিকা-রণবীরের সম্পর্কে। তবুও পেশাদারিত্ব বজায় রেখে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই প্রাক্তন জুটি।
এদিকে বর্তমানে স্ত্রী আলিয়া ভাট ও মেয়েকে নিয়ে সুখী সংসার করছেন রণবীর কাপুর। আবারও বড়পর্দায় একসঙ্গে আসছেন রণবীর-আলিয়া, সঞ্জয় লীলা ভানসালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’এ। তবে চমক এখানেই নয়। শোনা যাচ্ছে, এই ছবিতেই দীপিকা পাড়ুকোনও থাকছেন একটি অতিথি চরিত্রে যেখানে তার সঙ্গে রণবীরের বেশ ঘনিষ্ঠ কিছু দৃশ্যও থাকবে।
জানা গেছে, দীপিকার স্ক্রিন টাইম প্রায় ৪০ মিনিট। সেই চরিত্রে তাকে কিছু সাহসী দৃশ্যে দেখা যেতে পারে, যেগুলো ‘গেহরাইয়া’ ছবিতেও দেখা যায়নি। তাই এই ছবিতে দীপিকাকে আরও এক ধাপ সাহসী ভূমিকায় দেখা যেতে পারে বলেই গুঞ্জন।
তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দীপিকা বা তার টিম। সূত্র বলছে, অভিনেত্রী এখনো ছবির চুক্তিপত্রে সই করেননি এবং বিষয়টি নিয়ে ভাবনার সময় নিচ্ছেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :