AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুমার সাঙ্গাকারার সঙ্গে প্রেম করছেন মালাইকা?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৩৯ পিএম, ৬ এপ্রিল, ২০২৫
কুমার সাঙ্গাকারার সঙ্গে প্রেম করছেন মালাইকা?

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরা আবারও নতুন সম্পর্কের গুঞ্জনে শিরোনাম হয়েছেন। বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ব্রেকআপের পর, এবার শ্রীলংকার সাবেক অধিনায়ক ও ক্রিকেটার কুমার সাঙ্গাকারার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, এমন খবর শোবিজ পাড়ায় ছড়িয়ে পড়েছে।

বলিউডে অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের প্রেমের সম্পর্ক নতুন নয়। ষাট দশকের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক মনসুর আলি খানকে।

IPL 2025: মালাইকার নতুন প্রেমিক সঙ্গাকারা! অর্জুনের পর লঙ্কান ক্রিকেটারকে  মন দিলেন ‍‍`বদনাম মুন্নি‍‍`? - Bengali News | Did Malaika Arora dating with RR  director of cricket Kumar ...

অভিনেত্রী সংগীতা বিজলানি বিয়ে করেন মোহাম্মদ আজহারউদ্দিনকে। ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী গীতা বসরা বিয়ে করেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিংকে। ভারতীয় সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সাগরিকা ঘাটগে বিয়ে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খানকে।

হ্যাজেল কিচ জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ক্যানসারজয়ী ক্রিকেটার যুবরাজ সিংকে। এছাড়া দীর্ঘ সময় প্রেম করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বিয়ে করেছেন অভিনেত্রী আনুশকা শর্মাকে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, এবার সেই পথে হাঁটতে চলেছেন সাঙ্গাকারা ও মালাইকা। তাদের প্রেমের গুঞ্জনের শুরু চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলার মাঠে।

সত্যিই কি কুমার সাঙ্গাকারার সঙ্গে প্রেম করছেন মাল...

খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। তার পাশে বসে ছিলেন  কুমার সাঙ্গাকারা। এ দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দু’জনে কি প্রেম করছেন?

নেটিজেনদের মাঝে এ নিয়ে চলছে আলোচনা, জল্পনা-কল্পনা। এমন পরিস্থিতিতেই বলিউড অভিনেতা অর্জুন কাপুর সমাজমাধ্যমে দিয়েছেন রহম্যময় পোস্ট।

কুমার সাঙ্গাকারা ও মালাইকার প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়ে শনিবার (৫ এপ্রিল) ইনস্টাগ্রামে লেখেন, কোনো বিষয়ে ধৈর্য রাখার একমাত্র পথ হলো, বিষয়টিকে মেনে নেয়া এবং তার উপর বিশ্বাস রাখা। যেটি যেমন, সেটিকে তেমন ভাবেই মেনে নেয়া উচিত।

Malaika shares a post about ‍‍`strong tomorrow‍‍` amid dating rumours

অর্জুন আরও লেখেন, নিজের চারপাশ বাস্তবের চশমা দিয়ে দেখা উচিত। নিজের উপর বিশ্বাস রাখুন। নিজে যে দিশায় চলছেন, তার উপরও বিশ্বাস রাখুন।

অভিনেতার এমন পোস্ট সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জনকে আরও একধাপ উসকে দিচ্ছে। তবে সত্যি সাঙ্গাকারা ও মালাইকা প্রেম করছেন কিনা সে বিষয়ে তারা এখনও কোনো মন্তব্য করেননি।  

 

একুশে সংবাদ/স.ট/এনএস

Link copied!