ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে গাজাবাসীদের পাশে থাকার বার্তা দিয়েছেন।
রোববার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান লেখেন, "গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক!"

তিনি আরও বলেন, "চোখের সামনে মানবতা ধ্বংস হতে দেখেও কিছু করতে না পারার বেদনা আসলে শব্দে প্রকাশ করার মতো নয়। একমাত্র প্রার্থনাই এখন আমাদের শক্তি—সৃষ্টিকর্তার কাছে অনুরোধ, যেন তিনি নির্যাতিতদের পাশে থাকেন, তাদের রক্ষা করেন।"
শাকিব খানের এই স্ট্যাটাস ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার মানবিক অবস্থানের প্রশংসা করেছেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :