ঈদের পরই যেন শুরু হয়ে যায় বিয়ের মৌসুম, আর এ থেকে পিছিয়ে নেই দেশের তারকারাও। সম্প্রতি পরপর কয়েকজন তারকার বিয়ে হয়েছে, যার ধারাবাহিকতায় এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ (মুন)।
গত শুক্রবার বিয়ে করেন অভিনেতা শামীম হাসান সরকার, একই দিনে সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান। তাদের বিয়ের আনন্দে যখন ভক্তরা মগ্ন, তখনই এল আরও একটি সুখবর।
রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন জামিল ও মুন। সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে একটি ছবি পোস্ট করে জামিল লিখেছেন, "আলহামদুলিল্লাহ।" এর আগেই অভিনেত্রী মনিরা মিঠু তাদের বিয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে খবরটি ছড়িয়ে দেন।

অভিনেত্রী মুনমুন ছোটপর্দার একজন জনপ্রিয় মুখ। মডেলিং দিয়ে যাত্রা শুরু করে খুব অল্প সময়েই নাটকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। ‘কাগজ’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন এই শিল্পী।
জানা যায়, একসঙ্গে কাজ করতে গিয়েই জামিল ও মুনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্ক পরিণয়ে রূপ নেয়। তাদের বিয়ের খবরে সহকর্মী ও ভক্তরা শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন এই জুটিকে। অভিনয়শিল্পী রওনক হাসান, শাহনাজ খুশি, সালহা খানম নাদিয়া প্রমুখ অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :