টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন সিনেমা "পুরাতন" মুক্তি পেতে যাচ্ছে ১১ এপ্রিল। সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
সম্প্রতি ট্রেলারে নতুন রূপে হাজির হয়েছেন ঋতুপর্ণা, যেখানে তাকে শর্মিলা ঠাকুরের মেয়ে হিসেবে দেখা যাচ্ছে। শর্মিলা ঠাকুরের চরিত্রটি সিনেমায় একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে এবং তার মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।
এছাড়া এই সিনেমার মাধ্যমে শর্মিলা ঠাকুর বাংলায় দীর্ঘ সময় পর ফিরে এসেছেন এবং তিনি এটিকে তার সম্ভবত শেষ বাংলা ছবি বলে উল্লেখ করেছেন। কারণ তার শারীরিক অবস্থা আগের মতো ভালো নয়। তবে ঋতুপর্ণার পেশাদারিত্ব এবং সহ-অভিনেত্রী হিসেবে তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন শর্মিলা ঠাকুর।
ঋতুপর্ণা সিনেমাটির প্রযোজনার দায়িত্বও নিয়েছেন এবং পরিচালক সুমান ঘোষের সঙ্গে কাজ করছেন। সিনেমার গল্প এবং গান ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা অর্জন করেছে এবং ঋতুপর্ণা এর ব্যাপারে আশাবাদী।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :