বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী শান দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট গান। সম্প্রতি ‘সিকান্দর’ সিনেমার ‘ব্যোম ব্যোম ভোলে’ গান দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। শুধু প্লেব্যাক সিঙ্গিং নয়, ‘দ্য ভয়েস ইন্ডিয়া’ ও ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’-এর মতো একাধিক রিয়েলিটি শো-তে বিচারক এবং অতিথি বিচারক হিসেবেও নিয়মিত দেখা গেছে তাকে।
সম্প্রতি ভিকি লালওয়ানির সঙ্গে এক সাক্ষাৎকারে শান এসব শো-র কিছু অজানা দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, “রিয়েলিটি শোগুলোতে যে গান দর্শকরা শোনেন, তার অনেকটাই আসলে ডাব করা হয়। আমাকে বারবার এই বিষয়টি জানানো হয়েছে এবং আমি নিজেও তা নিশ্চিত হয়েছি। ২০১৮ সাল পর্যন্ত যতদিন এসব শোর সঙ্গে যুক্ত ছিলাম, ততদিন এটাই নিয়ম হিসেবে প্রচলিত ছিল।”

শান আরও প্রশ্ন তোলেন, “অনেক প্রতিভাবান প্রতিযোগী অসাধারণ পারফর্ম করেও কেন মূলধারার সংগীত জগতে সুযোগ পান না? এর পেছনে এই কৃত্রিমতা এক বড় কারণ হতে পারে।”
শানের এমন মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং রিয়েলিটি শোগুলোর স্বচ্ছতা নিয়ে সাধারণ দর্শক ও সংগীতপ্রেমীদের মধ্যে নানা প্রশ্ন উসকে দিয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :