জিৎ একদিন তার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা তাকে প্রাণে বাঁচিয়ে ছিল। একবার গ্রামে শো করতে গিয়ে রাতে ফেরার পথে সঙ্গীদের সঙ্গে একটি নির্জন স্থানে গাড়ি থামিয়ে পোশাক পরিবর্তন করেছিলেন। হঠাৎ করেই সেখানে আসতে থাকে ১৫-১৬ জন লোক, হাতে ধারালো অস্ত্র ও ইট নিয়ে। গাড়ি ঘিরে ফেলেছিল তারা।
জিৎ তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘‘আমি গাড়ির ভেতর বসে শুনতে পাচ্ছিলাম, তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল। আমাদের সবার ভয় লাগছিল।’’ কিন্তু এরপর জিৎ সিদ্ধান্ত নেন, তিনি যদি তার পরিচয় দিয়ে দেখান, হয়তো ওই লোকেরা তাকে চিনে ফেলবে এবং তাদের দয়া করবে। তাই তিনি গাড়ির জানালা নামিয়ে তাদের কাছে নিজের মুখ দেখান।
এই পরিস্থিতিতে ডাকাত দলের প্রধান প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না যে গাড়ির ভেতর জিৎ আছেন। তবে তিনি বুঝতে পেরে ছুটে এসে জিৎ কে চিনতে পারেন। এরপর সেই ব্যক্তি আচমকাই বদলে গিয়ে তাকে সম্মান জানাতে শুরু করেন এবং তার স্ত্রীর উদ্দেশ্যে “পুষ্পার মা” বলে ডাকতে থাকেন।
এই ঘটনা জিৎ কে বুঝিয়ে দেয় যে তার অভিনয় পেশা তাকে কতটা জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা এনে দিয়েছে। তিনি বলেন, ‘‘আমি বুঝতে পারলাম, অভিনয় পেশা কীভাবে আমাকে পরিচিতি দিয়েছে এবং এটি একটি অসাধারণ উপহার।’’
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :