আজ পাকিস্তানের লাহোর বায়ুদূষণের শীর্ষে । অপরদিকে, রাজধানী ঢাকা আজ রয়েছে চতুর্থ নম্বরে।
শনিবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে ।
শীর্ষে থাকা লাহোরের বায়ুর মানের স্কোর ৩০৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান দুর্যোগপূর্ণ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং শহরটির স্কোর হচ্ছে ২২৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর ১৭৭ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।
অন্যদিকে, রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ১৭৪ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এ ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষগণ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :