"প্রবৃদ্ধি উন্মোচন ও উন্নয়নকে অগ্রসরঃ বসতবাড়ি সহ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিতে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং আগামির পরিকল্পনা নির্ধারণ" শিরোনামে আজ (১৯ ডিসেম্বর) ঢাকার লেকশোরে বাংলাদেশ ওয়াটার ক্রেডিট ফোরাম ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ।
অনুষ্ঠানে দেশি বিদেশি এনজিও, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সংস্থা, এমএসএমই, স্টার্টআপ, অবকাঠামো কোম্পানসহ বিভিন্ন খাতের ১৫০ এরও বেশি শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবারের আসরে উপযোগ ও অবকাঠামোগত অর্থায়নে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে নিজেদের কার্যক্রম-এর পরিধি বৃদ্ধির পরিকল্পনা জানায় ওয়াটার ডট ও আর জি। এছাড়া এমএসএমই ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সফল বিনিয়োগ ত্বরান্বিত করা, এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবেলায় নিজেদের আরও গভীর মনোযোগী হওয়ার ধারণা দেয় ওয়াটার ডট ও আর জি।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৬ এর সাথে তাল মিলিয়ে, সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করাই বাংলাদেশের লক্ষ্য। বিশ্বের ৫ কোটির ও বেশি মানুষের কাছে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে ওয়াটার ডট ও আর জি। ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে আন্তজাতিক অলাভজনক প্রতিষ্ঠানটি। বাংলাদেশে যাত্রা শুরুর পর সংস্থাটি বিভিন্ন শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সূত্রে ৪০০ মিলিয়ন ইউ এস ডলার পুঁজি নিয়ে ৮০ লক্ষ মানুষের কাছে যেতে সক্ষম হয়েছে।
ভবিষ্যত দিক নির্দেশনা নির্ধারণ, অংশীজন স্বীকৃতি ও কৃতিত্ব উদযাপনে প্রতিবছর নিজেদের ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়াটার ক্রেডিট ফোরাম আয়োজন করে ওয়াটার ডট ও আর জি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :